Advertisment

রাজ্যের পুরসভায় এ যেন সোনার চাকরি! ঢুকলেই মাসে ২৬ হাজার

রাজ্যের পুরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata municipal corporation accountant recruitment 2023

রাজ্যের পুরসভায় নজরকাড়া চাকরির সুযোগ।

এবার কলকাতা পুরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দাই এই চাকরির জন্য আবেদনের যোগ্য। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে উল্লেখ করা হল।

Advertisment

Accountant পদে কর্মী নিয়োগ করবে কলকাতা পুরসভা। এক্ষেত্রে আবেদনকারীদের কমার্স বা বাণিজ্যে স্নাতকস্তর উত্তীর্ণ হতে হবে। এছাড়াও স্বীকৃত যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদনকারীদের কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে উত্তীর্ণ হওয়ার শংসাপত্র থাকতে হবে।

আরও পড়ুন- বেতন মাসে ১৯ হাজার, রাজ্যেরই স্কুলে গ্রুপ ডি পদে চাকরির দুরন্ত সুযোগ!

বয়সসীমা ও বেতন-

কলকাতা পুরসভায় উপরোক্ত চাকরির জন্য আবেদনকারীদের ১ জানুয়ারি, ২০২৩-এর হিসেব অনুযায়ী ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। যদিও সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। এই পদে চাকরি মিললে মাসে বেতন হবে ২৬ হাজার টাকা।

আরও পড়ুন- ঢুকলেই মাসে ২০ হাজার, রাজ্যের স্বাস্থ্য দফতরে ঢালাও নিয়োগ

আবেদন পদ্ধতি-

উপরোক্ত চাকরির জন্য অফলাইনে আবেদন করতে হবে। চাকরিপ্রার্থীদের মুখবন্ধ খামে সাম্প্রতিক সময়ের বায়োডাটা-সহ বয়সের প্রমাণপত্র ও অন্যান্য প্রয়োজনীয় নথি ভরে ফেলতে হবে। সেই খামটি নির্দিষ্ট ঠিকানায় গিয়ে জমা করতে হবে। এই চাকরি সংক্রান্ত আরও তথ্য জানতে দেখুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট, https://www.kmcgov.in/KMCPortal/jsp/KMCPortalHome1.jsp

এই চাকরি সংক্রান্ত নোটিফিকেশনটি দেখতে ক্লিক করুন এই লিংকে- https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/580f858acc57a1b2abd60bdbc66e73357cccb839033a3c3f3fc7e984930ea924.pdf

আরও পড়ুন- নজরকাড়া মাইনে দিয়ে তাক লাগানো চাকরি! বিপুল বেতনে লোক নিচ্ছে SBI

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা -

Chief Municipal Health Officer/Secretary, Kolkata City NUHM Society, CMO Building, 5, S N Banerjee Road, Kolkata- 700013

আরও পড়ুন- রাজ্য পুলিশে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ, আজই করুন আবেদন

আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন-

উক্ত পদে চাকরির জন্য আবেদন জানানো শুরু আগামী ১ সেপ্টেম্বর ২০২৩। আবেদন জানানো যাবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। সোম থেকে শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

আরও পড়ুন- লেখা পরীক্ষার বালাই নেই, ইন্টারভিউ ডিঙোলেই পুরসভায় চাকরি পাকা

West Bengal KMC Government Jobs kolkata job
Advertisment