Advertisment

মাসে ২৫ হাজার থেকে বেতন শুরু, কর্মী নিয়োগ কলকাতা পুরসভায়

লিখিত পরীক্ষা হচ্ছে না। ইন্টারভিই ডিঙোলেই মিলবে চাকরি।

author-image
IE Bangla Web Desk
New Update
heated argument between bjp and tmc councilors in the kolkata municipal corporation

কলকাতা পুরসভা।

এবার কলকাতা পুরসভায় কর্মী নিয়োগ করা হবে। এরাজ্যের বাসিন্দা হলেই কলকাতা পুরসভায় এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই মিলতে পারে এই চাকরি। কলকাতা পুরসভায় এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি-সহ বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।

Advertisment

আপাতত কলকাতা পুরসভায় হেল্থ স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে। ৩০টি শূন্যপদে হেল্থ স্টাফ নিয়োগ করবে কলকাতা পুরসভা। যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিএনএম কোর্স সম্পূর্ণ করা থাকলে এই চাকরির জন্য আবেদন করা যাবে। বিএসসি নার্সিং কমপ্লিট থাকা প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

আরও পড়ুন- মাধ্যমিক পাশেই Post Office-এ দারুণ চাকরি, বেতন প্রায় ২০ হাজার

বয়সসীমা এবং বেতন:

কলকতা পুরসভায় হেল্থ স্টাফ পদে ৪০ বছরের নীচে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদে চাকির ক্ষেত্রে বেতন শুরু মাসে ২৫ হাজার টাকা থেকে।

আরও পড়ুন- কলেজের গণ্ডি পেরোলেই হবে! Bank of Baroda-য় মোটা বেতনের চাকরির সুযোগ

আবেদন পদ্ধতি:

কলকাতা পুরসভায় হেল্থ স্টাফ পদে নিয়োগের ক্ষেত্রে সরাসরি পুরসভার ওয়েবসাইটে যেতে পারেন। সেখান থেকেই আবেদনপত্রটি ডাউনলোড করে নিন। আবেদনপত্র ডাউনলোড করে নিয়ে সেখানে নাম শিক্ষাগত যোগ্যতা, বয়স, ঠিকানা-সহ প্রয়োজনীয় তথ্য দিন। আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় পাসপোর্ট সাইজের ছবি লাগান। নির্দিষ্ট জায়গায় সই করার পর সেটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন।

আরও পড়ুন- সরাসরি বসুন ইন্টারভিউয়ে, উতরোলেই মিলতে পারে সরকারি এই চাকরি!

নিয়োগ প্রক্রিয়া:

এই পদে চাকরির ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। জিএনএম কোর্সে পাওয়া নম্বর এবং ইন্টারভিউ নিয়ে যাচাইয়ের পরেই নিয়োগ করা হবে।

আরও পড়ুন- মাসে বেতন ২৪ হাজার, রাজ্যে জেলা পরিষদে একাধিক পদে কর্মী নিয়োগ

আবেনপত্র পাঠানোর ঠিকানা এবং শেষ দিন:

আবেদনপত্র পাঠানোর ঠিকানা, Chief Municipal Health Officer/Secretary, Kolkata City NUHM Society, 'Kolkata Municipal Corporation', CMO Building, 5, S N Banerjee Road, Kolkata- 700013 . আগামী ১৫ মার্চ ২০২৩-এর মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।

Kolkata Municipal Corporation Government Jobs KMC job
Advertisment