Advertisment

Kolkata Police Recruitment 2018: কলকাতা পুলিশের ৬১৩টি শূন্যপদের জন্য আবেদন করুন আজই

Kolkata Police Recruitment 2018 for Civic Police Post: কলকাতা পুলিশের ৬১৩টি শূন্যপদে চাকরির জন্য আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করুন আজই। চাকরি সংক্রান্ত তথ্যগুলি দেখে নিন। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Kolkata Police Recruitment 2018

Kolkata Police Recruitment 2018, Official Notification Released: কলকাতা পুলিশের ১৯টি ডিভিশন/ইউনিটে ৬১৩ জন পুরুষ মহিলা সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হবে। চাকরির জন্য আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করুন আজই। চাকরি সংক্রান্ত তথ্যগুলি দেখে নিন।

Advertisment

যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য কলকাতা পুলিশের আওতাধীন এলাকার বাসিন্দা হলে অগ্রাধিকার পাওয়া যাবে। অন্তত অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে আবেদনকারীকে। খেলাধূলা এবং এনসিসি ক্যাডেট/স্কাউটস/এনএসএস গাইড/ সিভিল ডিফেন্স ভলান্টিয়ারের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। কোনও থানায় ক্রিমিনাল রেকর্ড থাকলে আবেদন করা যাবে না। শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত জানুন কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে।

আরও পড়ুন: BSNL Recruitment 2019: রাষ্ট্রীয় টেলিকম সংস্থায় শূন্য পদে কর্মী নিয়োগ

বয়য়সীমা: ১ জানুয়ারি ২০১৮ তারিখের হিসাবে বয়স হতে হবে ২০-৩০ বছরের মধ্যে।

নিয়োগ পদ্ধতি: প্রার্থীদের ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট ফর্ম্যাটে। আবেদন ফর্ম্যাট পাবেন নিচে দেওয়া ঠিকানাগুলোতে। এ ছাড়া ওয়েবসাইট থেকে এ ফোর মাপের কাগজেও ফর্ম্যাট ডাউনলোড করে নিতে পারেন। সেটি পূরণ করে সঙ্গে নিজের অ্যাটেস্ট করা আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, নিজের অ্যাটেস্ট করা সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি, নিজের অ্যাটেস্ট করা বয়স, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের কপি দিতে হবে। একজন প্রার্থী একটি ইউনিটের জন্যই আবেদন করতে পারবেন। আবেদনপত্র সরাসরি গিয়ে ড্রপ বক্সে জমা করতে হবে। ডাকযোগে জমা নেওয়া হবে না, আবেদনপত্রের খামের ওপরে লিখতে হবে APPLICATION FOR THE POST OF CIVIC VOLUNTEER।

জেনে নিন কোন ইউনিটের জন্য কোন ঠিকানায় আবেদন জমা করবেন:

publive-image জেনে নিন ঠিকানাগুলো।

publive-image ডাকযোগে আবদন পত্র জমা দিলে তা গ্রহনযোগ্য হবে না।

আবেদনের শেষ তারিখ: ২০ ডিসেম্বর ২০১৮ বিকাল ৫ টার মধ্যে আবেদন জমা করতে হবে।

বিস্তারিত জানুন ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটটি হল www.kolkatapolice.gov.in

Read the full story in English

kolkata police
Advertisment