Advertisment

ইন্ডিয়ান অয়েলে ৪০০টিরও বেশি শূন্যপদে নিয়োগ, জেনে নিন আবেদনের খুটিনাটি

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) একাধিক শূন্যপদে চাকরির সুযোগ। এমনটাই বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
iocl-759

ইন্ডিয়ান ওয়েলে চাকরির সুযোগ।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের (আইওসিএল) একাধিক শূন্যপদে চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পদের নাম- অ্যাসিস্টেন্ট অফিসার৷ আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন এখনই। অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন আইওসিএল-এর অফিসিয়াল ওয়েবসাইটে। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডের অফিশয়াল ওয়েবসাইটটি হল www.iocl.com। আবেদনের শেষ তারিখ ১০ নভেম্বর, ২০১৮ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত৷ এই পদের জন্য শুধুমাত্র ভারতীয়রা আবেদন করতে পারবেন৷

Advertisment

আরও পড়ুন ৫ই নভেম্বর প্রকাশিত হতে পারে Group C ALP এবং টেকনিশিয়ান-এর ফলাফল

শিক্ষাগত যোগ্যতা-পদটির জন্য আবেদন করতে হলে প্রার্থীকে অন্তত ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তীর্ণ হতে হবে৷ এছাড়াও, সিএ/সিএমএ ইন্টারমিডিয়েট উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে৷ এই পদে কাজের জন্য অন্তত ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতাও প্রয়োজন।

বেতন- নির্বাচিত প্রার্থীদের শুরুতে বেতন (বেসিক পে) থাকছে প্রতি মাসে ৫০,০০০ টাকা৷ এছাড়াও, ডিএ-সহ অন্যান্য সুযোগ সুবিধাও থাকবে৷

আরও পড়ুন আইবিতে ১,০৫৮ টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

বয়সসীমা- পদটির জন্য আবেদনের বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত৷ তবে, তফশিল জাতি, উপজাতির প্রার্থীরা বয়সসীমাতে নিয়মানুযায়ী ছাড় পাবেন৷

সিএ/সিএমএ ইন্টারমিডিয়েট স্কোরের উপর ভিত্তি করেই উপযুক্ত প্রার্থী নির্বাচন করবে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড৷

মার্কেটিং, বিজনেস ডেভলপমেন্ট, পাইপলাইন, কর্পোরেট ইত্যাদি বিভিন্ন বিভাগেই নিয়োগ করা হতে পারে নির্বাচিত প্রার্থীদের৷ নিয়োগের দিন প্রার্থীকে কমপক্ষে তিন বছরের একটি বন্ড সই করতে হবে৷ এ বিষয়ে আরও বিশদ জানতে পারবেন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.iocl.com-এ৷

এ ছাড়াও টেকনিশিয়ান এবং অ্যাপ্রেন্টিস পদের জন্য নিয়োগ চলছে ইন্ডিয়ান অয়েলে। সংস্থায় চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন এই লিঙ্কে। https://www.iocl.com/PeopleCareers/job.aspx

চাকরি সংক্রান্ত সব খবর পড়ুন এখানে ক্লিক করে

Advertisment