LIC to Release Admit Card for AAO Exam Today:
দেশের সবচেয়ে বড় বিমা সংস্থা লাইফ ইনশিওরেন্স কর্পোরেশন (এলআইসি) অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিসট্রেটিভ অফিসার (এএও) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাস খানেক আগে। ৫৯০ টি শূন্যপদের জন্য আবেদন করেছেন প্রার্থীরা। বাছাই প্রার্থীরা মাসিক ৩২,৭৯৫ টাকা থেকে ৫৫,৩৩৫ টাকা বেতন পাবে। প্রার্থীরা ২২ এপ্রিল ২০১৯ থেকে এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট licindia.in থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে।
আরও পড়ুন SBI Clerk Recruitment 2019: জেনে নিন নিয়োগ পদ্ধতি, পরীক্ষার বিবরণ, আবেদন প্রক্রিয়া
কিভাবে ডাউনলোড করবেন LIC AAO অ্যাডমিট কার্ড
১ অফিসিয়াল ওয়েবসাইট licindia.in এ লগ ইন করুন
২ ডাউনলোড অ্যাডমিট কার্ড লিঙ্কটিতে ক্লিক করুন
৩ নিজের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, জন্মতারিখ দিয়ে লগ ইন করুন
৪ হল টিকিট/ অ্যাডমিট কার্ড স্ক্রিনে দেখা যাবে।
৫ অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করুন এবং তার একটি প্রিন্ট আউট রেখে দিন পরবর্তীর জন্য।
আরও পড়ুন SBI Clerk recruitment 2019: ভারতীয় স্টেট ব্যাঙ্কের ৮৬৫৩টি শূন্যপদে নিয়োগ
LIC AAO recruitment 2019: Paper pattern and syllabus
পরীক্ষাটি তিনটি ধাপে সম্পন্ন হবে; প্রিলিমিনারি, মেইনস এবং ইন্টারভিউ
Syllabus for LIC AAO recruitment exam
লিখিত পরীক্ষাগুলিতে থাকবে- রিজনিং অ্যাবেলিটি, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স
গুরুত্বপূর্ণ তারিখ
১ কল লেটার ডাউনলোডের দিন- ২২ থেকে ৩০ মার্চ
২ প্রিলিমিনারি পরীক্ষার দিন-৪ এবং ৫ মে
৩ মেইন একজামিনেশনের সম্ভাব্য দিন ২৮ জুন, ২০১৯
বিস্তারিত জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট- licindia.in
Read the full story in English