Advertisment

LIC AAO recruitment 2019: বিমা সংস্থায় ৫৯০টি শূন্যপদে চাকরির বিজ্ঞপ্তি

LIC Recruiting for Assistant Administrative Officer Post: ২২ মার্চ, ২০১৯ হল আবেদনের শেষ দিন। যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলে তবেই আবেদন করতে পারবেন প্রার্থীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
LIC AAO Recruitment 2019, Assistant Administrative Officer Recruitment

LIC AAO recruitment 2019: 

Advertisment

দেশের সবচেয়ে বড় বিমা সংস্থা লাইফ ইনশিওরেন্স কর্পোরেশন (এলআইসি) অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিসট্রেটিভ অফিসার (এএও) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাস খানেক আগে। আগামী তিন দিনের মধ্যে শেষ হচ্ছে অনলাইন আবেদন। ৫৯০ টি শূন্যপদের জন্য আবেদন করতে পারেন প্রার্থীরা। অফিসিয়াল ওয়েবসাইট  licindia.in আবেদনের সব তথ্য পাওয়া যাবে।

২২ মার্চ, ২০১৯ হল আবেদনের শেষ দিন। যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলে তবেই আবেদন করতে পারবেন প্রার্থীরা। বাছাই প্রার্থীরা মাসিক ৩২,৭৯৫ টাকা থেকে ৫৫,৩৩৫ টাকা বেতন পাবে।

আরও পড়ুন, NHAI recruitment 2019: কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য আবেদন করুন আজই

শূন্যপদের বিস্তারিত তথ্য

মোট শূন্যপদ- ৫৯০

এএও (জেনেরালিস্ট)- ৩৫০

এএও (আইটি)- ১৫০

এএও (সিএ)- ৫০

এএও (অ্যাকচুরিয়াল)-৩০

এএও (রাজভাষা)-১০

প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথি

বয়সের প্রমাণ, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, সংরক্ষিত শ্রেণির অন্তর্ভুক্ত হলে তার প্রমাণ।

শিক্ষাগত যোগ্যতা

এএও (জেনারালিস্ট) পদের জন্য আবেদন করতে হলে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আবেদন করলেই হবে। এএও (আইটি) পদের জন্য ইঞ্জিনিয়রিং-এর কমিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রনিক্স, -এর মধ্যে যে কোনও একটিতে ডিগ্রী থাকা দরকার। অথবা এমসিএ কিমবা কম্পিউটার সায়েন্সে এমএসসি ডিগ্রী থাকা দরকার।

কীভাবে আবেদন করবেন?

অফিসিয়াল ওয়েবসাইট licindia.in এ লগ ইন করুন

হোমপেজে 'রিক্রুটমেন্ট'-এ ক্লিক করুন

এলআইসি এএও রিক্রুটমেন্ট ২০১৯-এ ক্লিক করুন

ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্টার করুন

রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ ইন করুন

ছবি আপলোড করে ফর্ম ফিলাপ করুন

আবেদন ফি জমা দিন

বয়সসীমা

প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ এর মধ্যে। সংরক্ষিত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে কতটা ছার পাওয়া যাবে, সেই সংক্রান্ত তথ্য মিলবে অফিসিয়াল ওয়েবসাইটে।

বেতনক্রম

অন্যান্য ভাতা ছাড়া মাসিক বেতন হবে ৩২৭৯৫টাকা থেকে ৫৫৩৩৫টাকার মধ্যে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শেষ দিন ২ মার্চ

কল লেটার ডাউনলোডের দিন- ২২ থেকে ৩০ মার্চ

প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য দিন-৪ এবং ৫ মে

মেইন একজামিনেশনের সম্ভাব্য দিন ২৮ জুন, ২০১৯

Government Jobs
Advertisment