LIC ADO prelims results 2019:
দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসির অ্যাসিস্ট্যান্ট ডেভেলপমেন্ট অফিসার (এডিও) নিয়োগের প্রিলিমস পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। পরিক্ষার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখে নিতে পারবেন।
এলআইসি-র এডিও-র ১৭৫৩ টি শূন্যপদের জন্য গত ৬ জুলাই সারা দেশ জুড়ে পরীক্ষা হয়েছিল। প্রিলিমসে যারা উতরে যাবেন, আগামী ১১ অগাস্ট তাঁদের মেইন পরীক্ষায় বসতে হবে।
আপনার ফলাফল জানতে এলআইসি-র অফিসিয়াল ওয়েবসাইট licindia.in. -এ ক্লিক করুন।
কী ভাবে প্রিলিমস পরীক্ষার ফলাফল জানবেন?
চাকরির সব খবর জানতে চোখ রাখুন এখানে
প্রথম ধাপ- অফিসিয়াল ওয়েবসাইট licindia.in. এ যান
দ্বিতীয় ধাপ- ‘LIC ADO result’ এই অপশনে ক্লিক করুন
তৃতীয় ধাপ-একটি পিডিএফ খুলবে
চতুর্থ ধাপ- আপনার নাম এবং রোল নম্বর দিয়ে খুঁজুন
পঞ্চম ধাপ- ফলাফল ভবিষ্যতে দরকার হতে পারে, একটি প্রিন্ট আউট রেখে দিন
প্রোবেশনার হিসেবে যোগ দেওয়ার সময় প্রার্থীকে ঘোষণাপত্র জমা দিয়ে জানাতে হবে, চার বছরের আগে প্রতিষ্ঠান ছাড়া যাবে না।