Advertisment

LIC Assistant prelims exam 2019: পিছিয়ে গেল জীবন বিমা সংস্থার পরীক্ষার দিন

অফিসিয়াল নির্দেশিকাতে বলা হয়েছে, "এলআইসির বিভিন্ন দফতর থেকে অ্যাসিস্টেন্ট পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ১৭ সেপ্টেম্বর। সেখানে প্রিলিমিনারী পরীক্ষার দিনও জানিয়ে দেওয়া হয়েছিল।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পিছিয়ে গেল এলআইসি পরীক্ষার দিন

দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন লিমিটেডের (এলআইসি) অ্যাসিস্টেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হতেই শুরু হল অনলাইনে আবেদন প্রক্রিয়া। কিন্তু পিছিয়ে গেল এলআইসি-র প্রিলিমস পরীক্ষার দিন। পূর্ব নির্ধারিত দিনগুলি ছিল ২১ এবং ২২ অক্টোবর। এখন পরিবর্তিত সূচি অনুযায়ী পরীক্ষাটি হবে ৩০ এবং ৩১ অক্টোবর' ২০১৯।

Advertisment

সরকারি নির্দেশিকাতে বলা হয়েছে, "এলআইসি-র বিভিন্ন দফতর থেকে অ্যাসিস্টেন্ট পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ১৭ সেপ্টেম্বর। সেখানে প্রিলিমিনারি পরীক্ষার দিনও জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেই পরীক্ষার সূচি পরিবর্তিত করে তা ৩০ এবং ৩১ অক্টোবর ২০১৯ করা হল। তবে নিয়োগের ক্ষেত্রে যা শর্ত ছিল তা অপরিবর্তিত থাকবে।"

আগামী ১৫ থেকে ২২ তারিখ পর্যন্ত এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট- licindia.in থেকে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড।

কীভাবে ডাউনলোড করবেন প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড?

* জীবন বিমা সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইট licindia.in/careers-এ যেতে হবে।
* এরপর 'ডাউনলোড অ্যাডমিট কার্ড' লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
* সেখানে রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর টাইপ করতে হবে।
* স্ক্রিনে ফুটে উঠবে অ্যাডমিট কার্ড।
* সেটি ডাউনলোড করে তার প্রিন্ট আউট সংগ্রহ করতে হবে।

পরীক্ষা পদ্ধতি:

প্রিলিমিনারি পরীক্ষাটিতে থাকবে ১০০ নম্বরের অবজেকটিভ প্রশ্ন। প্রতিটি প্রশ্নের জন্য বরাদ্দ থাকবে ১ নম্বর। সময় থাকবে ১ ঘন্টা।

মেইনস পরীক্ষায় থাকবে ২০০ নম্বরের অবজেকটিভ প্রশ্ন। সময় থাকবে ২ ঘন্টা ৩০ মিনিট।

বেতনক্রম:

অন্যান্য ভাতা ছাড়া মাসিক বেতন হবে ১৪,৪৩৫টাকা। ভাতা যোগ করে মাসিক বেতন হবে প্রায় ৩০ হাজার টাকা।

Read the full story in English

Government Jobs
Advertisment