Advertisment

LIC Assistant Recruitment 2019: জীবন বিমা সংস্থায় ৮ হাজার শূন্যপদে নিয়োগ

LIC Assistant Recruitment Notification 2019: ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অনলাইনে আবেদন প্রক্রিয়া। আবেদন করার শেষ দিন পয়লা অক্টোবর।

author-image
IE Bangla Web Desk
New Update
LIC Assistant Recruitment 2019, LIC Job Vacancy

LIC Assistant Recruitment 2019, LIC Job Vacancy: আট হাজার শূন্যপদে নিয়োগ

LIC Assistant Recruitment Notification Released: দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা লাইফ ইনশিওরেন্স কর্পোরেশনের (এলআইসি) অ্যাসিস্টেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়াও। আবেদন করার শেষ দিন পয়লা অক্টোবর। মোট ৮ হাজার পদে নিয়োগ করা হবে। প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে। সেখানে উত্তীর্ণ হলে মিলবে মেইনস পরীক্ষায় বসার সুযোগ। প্রাথমিকভাবে ছ'মাসের প্রবেশনারি পিরিয়ডে রাখা হবে নির্বাচিত প্রার্থীদের, এরপর কাজের নিরিখে সময় বাড়িয়ে ১ বছর করা হবে।

Advertisment

আরও চাকরির খবর পড়ুন এখানে

বয়সসীমা: 

প্রার্থীদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হবে।

বেতনক্রম:

অন্যান্য ভাতা ছাড়া মাসিক বেতন হবে ১৪,৪৩৫টাকা। ভাতা যোগ করে মাসিক বেতন হবে প্রায় ৩০ হাজার টাকা।

শিক্ষাগত যোগ্যতা:

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত সমতুল যোগ্যতাসম্পন্ন।

কীভাবে আবেদন করবেন?

* এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট licindia.in এ যান।
* ওয়েবসাইটের শেষের দিকে কেরিয়ার অপশনটিতে যান।
* সেখানে Recruitment of Assistants 2019-এ ক্লিক করুন।
* এরপর ‘Next Page’ অপশনটিতে ক্লিক করুন।
‘click here to apply online’-অপশানটিতে যান।
* এরপর পেমেন্ট করতে হবে।
* পেমেন্ট সম্পন্ন হলে একটি রিসিট জেনারেট হবে যেটি ডাউনলোড করে রাখতে হবে।

আবেদনের ফি:

প্রার্থীদের ৫১০ টাকা জমা দিতে হবে। পিডব্লুডি প্রার্থীদের জন্য আবেদনের ফি ৮৫টাকা।

বিস্তারিত জানতে দেখুন এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট- licindia.in

Read the full story in English

Government Jobs Govt of India
Advertisment