Advertisment

৩৭০টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে মহানদী কোলফিল্ড লিমিটেড

সম্প্রতি একাধিক শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে মহানদী কোলফিল্ড লিমিটেড (MCL)। জুনিয়র ওভারম্যান, মাইনিং সর্দার এবং ডেপুটি সার্ভেয়র পদের জন্য ৩৭০টি শূন্য আসন রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
iphone_event_stevejobs

MCL recruitment 2018: সম্প্রতি একাধিক শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে মহানদী কোলফিল্ড লিমিটেড (MCL)। জুনিয়র ওভারম্যান, মাইনিং সর্দার এবং ডেপুটি সার্ভেয়র পদের জন্য ৩৭০টি শূন্য আসন রয়েছে সংস্থায়। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। জেনে নিন কবে, কোথায় এবং কীভাবে আবেদন করবেন।

Advertisment

আরও পড়ুন: ১১৫টি আসনে ইউটিলিটি হ্যান্ড ও ড্রাইভার নিয়োগ করবে এয়ার ইন্ডিয়া

আবেদনের তারিখ: আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। এই প্রক্রিয়া চলবে ২০১৯-এর ১০ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি হলো www.mahanadicoal.in

MCL recruitment 2018: চাকরি সংক্রান্ত বিস্তারিত জানুন

শূন্যপদ: জুনিয়র ওভারম্যান, মাইনিং সর্দার এবং ডেপুটি সার্ভেয়র

বয়সসীমা: ১০ জানুয়ারি ২০১৯ অনুযায়ী প্রার্থীর বয়সের উর্ধ্বসীমা ৩০ বছর। সংরক্ষিত আসনের প্রার্থীরা অর্থাৎ এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে পাঁচ বছর এবং ওবিসির ক্ষেত্রে বয়সে তিন বছরের ছাড় দেওয়া হবে।

আরও পড়ুন: IBPS SO prelims-এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন?

কীভাবে আবেদন করবেন জানুন:

আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেন করতে পারবেন। অবশ্যই ২০১৯-এর ১০ জানুয়ারির মধ্যে আবেদন করুন।

Read the full story in English

চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন

Advertisment