Advertisment

আর্থিক অনগ্রসর শ্রেণির জন্য চাকরিতে সংরক্ষণ বাংলায়

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "সংরক্ষণের জন্য আবেদন করার আগের বছর পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষের কম হতে হবে"।

author-image
IE Bangla Web Desk
New Update
rrb job

পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষের কম হলে এবার সরকারি চাকরি অথবা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণ করা হবে বাংলায়। মঙ্গলবার এই বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। তফশিলি জাতি-উপজাতি এবং অন্যান্য অনগ্রসর জাতির আওতায় যারা পড়ছেন না, তাদের জন্যই এই সংরক্ষণের নিয়ম চালু করল রাজ্য সরকার।

Advertisment

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "সংরক্ষণের জন্য আবেদন করার আগের বছর পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষের কম হতে হবে"। তবে বার্ষিক আয় ৮ লক্ষের নীচে থাকা অনেকগুলি শর্তের মধ্যে একটি।  ৯ জুলাই জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি। কেন্দ্রে অবশ্য মাস ছয়েক আগেই এই বিজ্ঞপ্তি জারি হয়েছে।

সাতাশ হাজারের মাসিক বেতনে ইঞ্জিনিয়ার নিয়োগ বেঙ্গল পুলিশে

এক্ষেত্রে সুযোগ পেতে গেলে পরিবারের বার্ষিক আয় হতে হবে ৮ লক্ষ টাকার নীচে। জমির পরিমাণ ৫ একরের বেশি হওয়া চলবে না। এক হাজার বর্গফুটের বেশি আয়তনের ফ্ল্যাট থাকা চলবে না। নোটিফায়েড মিউনিসিপ্যালিটি এলাকায় ১০০ বর্গ গজের বেশি আবাসিক জমি থাকা যাবে না। অন্য মিউনিসিপ্যালিটি এলাকায় ২০০ বর্গ গজের বেশি আবাসিক জমি থাকা যাবে না।

ইকনমিকালি উইকার সেকশন (‌ইডব্লুএস)‌–এর আওতায় সুযোগ পেতে হলে দিতে হবে আয় এবং সম্পত্তি সংক্রান্ত শংসাপত্র।

Government Jobs Reservation
Advertisment