Advertisment

Intelligence Bureau recruitment 2019: সরকারি গোয়েন্দা বিভাগে চাকরির সুযোগ

Intelligence Bureau Recruitment Notification Released @mha.nic.in: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়রিং শাখায় স্নাতক অথবা অর্থনীতি বিদ্যায় স্নাতকোত্তর পাশ প্রার্থীর বয়স ২৭ এর কম হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমায় ৫ বছর ছাড় মিলবে।

author-image
IE Bangla Web Desk
New Update
SSC CHSL 2019, SSC CHSL Notification 2019

Intelligence Bureau Recruitment for ACIO, ASO and Other Post:

Advertisment

ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইন্টেলিজেন্স ব্যুরো (গোয়েন্দা বিভাগে) কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল। অনলাইনে আগামী ৩০ মার্চের মধ্যে আবেদন করতে হবে ইচ্ছুক প্রার্থীদের। অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার (এএসও) এবং অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার (এসিআইও) -র ৩১৮টি শূন্য পদে নিয়োগ করবে সরকার।

জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু তথ্য

শূন্য পদের সংখ্যা- ৩১৮

ডেপুটি ডিরেক্টর/ টেক - ৩

সিনিয়র অ্যাকাউন্ট অফিসার - ২

সিনিয়র রিসার্চ অফিসার- ২

সিকিউরিটি অফিসার টেকনিকাল - ৬

ডেপুটি সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার/ টেক টেলিফোন - ১

আরও পড়ুন, RRB NTPC Recruitment 2019: ১লক্ষ ৩০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল

অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার / একজিকিউটিভ - ৫৪

ডেপুটি সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার/ টেক - ৭

অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার টেকনিকাল - ১২

অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার জেনারেল - ১০

পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট - ৭

কেয়ারটেকার -৪

জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার/টেক - ১৬৭

রিসার্চ অ্যাসিস্ট্যান্ট -২

কুক- ১১

অ্যাকাউন্টান্ট- ২৬

নার্সিং অর্ডারলি - ২

মহিলা স্টাফ নার্স - ১

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়রিং শাখায় স্নাতক অথবা অর্থনীতি বিদ্যায় স্নাতকোত্তর পাশ করতে হবে।

বয়স

প্রার্থীর বয়স ২৭ এর কম হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমায় ৫ বছর ছাড় মিলবে।

কী ভাবে আবেদন করতে হবে?

অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পৌঁছোতে হবে ৩০ মার্চ, ২০১৯-এর মধ্যে।

Read the full story in English

Government Jobs
Advertisment