Advertisment

দেড় বছরে ১০ লক্ষ চাকরি দেবে মোদী সরকার, বিরাট ঘোষণায় মুখে হাসি বেকারদের

দেশে বেকারত্ব নিয়ে বিরোধীদের লাগাতার আক্রমণে জেরবার সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
Modi government to recruit 10 lakh people over next 1.5 years

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আগামী দেড় বছরে ১০ লক্ষ চাকরি দেবে মোদী সরকার। বিজেপি সরকারের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে বিরাট ঘোষণা। সরকারি দফতর এবং মন্ত্রকগুলিকে ১০ লক্ষ চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisment

মঙ্গলবার প্রধানমন্ত্রীর দফতরের তরফে টুইট করা হয়েছে। জানানো হয়েছে, প্রধানমন্ত্রী সমস্ত মন্ত্রক এবং সরকারি দফতরের মানবসম্পদ খতিয়ে দেখেছেন। এবং প্রত্যেক বিভাগকে নির্দেশ দিয়েছেন আগামী দেড় বছরের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে ১০ লক্ষ চাকরি দিতে।

প্রসঙ্গত, দেশে বেকারত্ব নিয়ে বিরোধীদের লাগাতার আক্রমণে জেরবার সরকার। দেশে বেকারত্বের হার রেকর্ড ভেঙেছে। মোদী সরকারের ৮ বছরের কার্যকালে কর্মসংস্থানের হার তলানিতে। একাধিক সরকারি দফতরে শূন্যপদে নিয়োগ নেই বললেই চলে। এই অবস্থায় কর্মসংস্থান বাড়ানোর দিকে নজর দিয়েছে সরকার।

আরও পড়ুন আদানির হয়ে মোদীর চাপের কথা ফাঁস করে বিপাকে, চাকরি ছাড়লেন শ্রীলঙ্কার আধিকারিক

উল্লেখ্য, ২০২৪ সালে লোকসভা ভোটের আগে মূল্যবৃদ্ধি-বেকারত্ব নিয়ে চাপে মোদী সরকার। ভারতের শহুরে বেকারত্বের হার এপ্রিল-জুন ত্রৈমাসিকে একলাফে ১২.৬ শতাংশ হয়েছে। যা জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে ছিল ৯.৩ শতাংশ। কোভিড অতিমারির প্রথম ঢেউয়ের সময় এটা বেড়ে হয়েছিল ২০.৮ শতাংশ।

PM Narendra Modi unemployment
Advertisment