Kolkata Police Recruitment: কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারের জন্য প্রার্থী নিয়োগ করবে কলকাতা পুলিশ। ১২৫টি শূন্যপদের জন্য আবেদন করতে পারেন আগ্রহী ব্যক্তিরা। অফলাইনে আবেদন পত্র জমা দিতে হবে ৫ নভেম্বরের মধ্যে। প্রসঙ্গত, কলকাতা পুলিশের আওতায় থাকা যে কোনও এলাকার বাসিন্দা হতে হবে প্রার্থীকে। পাশাপাশি, মানসিক এবং শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে তাঁকে, এবং তার বিরুদ্ধে পূর্ববর্তী কোনও অপরাধ মূলক অভিযোগ থাকা যাবে না পুলিশ স্টেশনে।
আরও পড়ুন দেশের জন্য কাজ করতে চান? জেনে নিন যোগাযোগ করবেন কিভাবে
এ বিষয়ে বিস্তারিত জেনে নিন।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। রিজার্ভ অফিস কম্বাট ব্যাটেলিওন থেকে আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। অথবা কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হল www.kolkatapolice.gov.in। আবেদনপত্র নেওয়ার ও জমা দেওয়ার ঠিকানা ২৪৭, এ জে সি বোস রোড, কলকাতা ৭০০০২৭।
শিক্ষাগত যোগ্যতা:
কলকাতা পুলিশের আওতায় পড়ছে এমন এলাকার বাসিন্দা হতে হবে
২০ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে আবেদনকারীর বয়স
প্রার্থীকে সর্বনিম্ন অষ্টম শ্রেণী উত্তির্ণ হতে হবে
NCC Cadet / Boy Scouts / NSS Guide / Civil Defence Volunteers-রা অগ্রাধিকার পাবেন
প্রার্থীদের বিশেষ কিছু ক্ষেত্রে জ্ঞান থাকতে হবে। (Swimming / Life Saving Job / Climbing / Electrical work / Plumbing / Motor Mechanic Job / Welding / Cutting / Carpentry / Painting.)
আরও পড়ুন আরআরবি গ্রুপ ডি-এর অ্যাডমিট কার্ডের জন্য কোন ওয়েবসাইটে যাবেন? জেনে নিন
কীভাবে আবেদন করবেন:
A-4 সাইজের পেপারেই অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্টআউট নিন। নীচে দেওয়া ডকুমেন্ট রাখুন আবেদন পত্রের সঙ্গে।
সেলফ অ্যাটেসটেড আইডেন্টি প্রুফ
সেলফ অ্যাটেসটেড অ্যাড্রেস প্রুফ
সেলফ অ্যাটেসটেড একটি পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে
সেলফ অ্যাটেসটেড বয়সের প্রমান পত্র
সেলফ অ্যাটেসটেড এডুকেশন সার্টিফিকেট
চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন