মুর্শিদাবাদ জেলা আদালতে ৫০টি পদে কর্মী নিয়োগ করা হবে

বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, প্রাথমিকভাবে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে এবং পরবর্তীকালে কাজ অনুযায়ী স্থায়ীকরণ করা হবে।

বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, প্রাথমিকভাবে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে এবং পরবর্তীকালে কাজ অনুযায়ী স্থায়ীকরণ করা হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
JOB

মুর্শিদাবাদ জেলা আদালতে স্টেনোগ্রাফার, ক্লার্ক সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এমনই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মুর্শিদাবাদ জেলা আদালত। প্রাথমিক ভাবে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে এবং পরবর্তীকালে কাজ অনুযায়ী স্থায়ীকরণ করা হবে।

Advertisment

শূন্যপদ: ইংলিশ স্টেনোগ্রাফার - ২, বাংলা স্টেনোগ্রাফার - ৩, লোয়ার ডিভিশন ক্লার্ক - ৯, প্রসেস সার্ভার/ শমন বেইলিফ - ৬, পিওন/ফরাশ/নাইটগার্ড - ৩০।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশ করলেই করতে পারবেন রাজ্য সরকারের এই চাকরি

বয়সসীমা: ১ জানুয়ায়ী, ২০১৮ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০-এর মধ্যে।

Advertisment

শিক্ষাগত যোগ্যতা: প্রতিটি পদের জন্যই যেকোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক বা তার সমতুল পরীক্ষায় পাশ করা বাঞ্চনীয়। বিস্তারি জানুন ওয়েবসাইট www.drcmurshidabad.in থেকে।

আবেদন ফি - গ্রুপ ডি এবং গ্রুপ ডি (জেনারেল) আবেদন ফি ২৫০ টাকা, রাজ্যের এসসিদের জন্য ১০০ টাকা, এসটিদের জন্য ৭৫ টাকা, গ্রুপ ডি পদের (জেনারেল) আবেদন ফি ১০০ টাকা, রাজ্যের এসসিদের জন্য ৭৫ টাকা, এসটিদের জন্য ৫০ টাকা। ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৫ ডিসেম্বর, ২০১৮।

পরীক্ষা পদ্ধতি - প্রথমে একটি লিখিত পরীক্ষা হবে সমস্ত পদের জন্যই। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে নিম্নলিখিত পরীক্ষায় বসার সুযোগ পাবেন প্রার্থীরা।
ইংলিশ, বাংলা স্টেনোগ্রাফার - লিখিত পরীক্ষা, টাইপিং টেস্ট, এরপর বাছাই প্রার্থীদের পার্সোনালিটি টেস্ট হবে। প্রসেস সার্ভার/ শমন বেইলিফ - লিখিত পরীক্ষা, পার্সোনালিটি টেস্ট, পিওন/ফরাশ/নাইটগার্ড - লিখিত পরীক্ষা, পার্সোনালিটি টেস্ট।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে দেখে নিন উপরোক্ত অফিসিয়াল ওয়েবসাইট।

চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন