New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/jobs-759.jpg)
NVS Recruitment 2019 Notification
চুক্তির ভিত্তিতে ৭০ জন ইয়াং প্রফেশনাল (ফিনান্স) নিয়োগ করবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি। আবেদনপত্র জমা করা চলবে ১১ ডিসেম্বর অবধি।
NVS Recruitment 2019 Notification
চুক্তির ভিত্তিতে ৭০ জন ইয়াং প্রফেশনাল (ফিনান্স) নিয়োগ করবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি। প্রথমে দু বছরের চুক্তিতে এবং পরে প্রয়োজনের ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়াবে সংস্থা। আবেদন চলবে আগামী ডিসেম্বর অবধি। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আবেদন জমা করুন আজই।
শূন্যপদের বিন্যাস: ইয়াং প্রফেশনাল (ফিনান্স): ৭০ (অসংরক্ষিত ৩৭টি, ওবিসি ১৮, তপশিলি জাতি ১০, তপশিলি উপজাতি ৫)। এ ছাড়াও তিনটি আসন বিশেষভাবে সক্ষমদের জন্য সংরক্ষিত।
আরও পড়ুন: জয়েন্টের রেজাল্টের ভিত্তিতেই নৌসেনায় চাকরি
বয়সসীমা; ১১ ডিসেম্বর ২০১৮ তারিখ অনুযায়ী বয়স হতে হবে ৩২ বছরের কম।
বেতন: প্রতিমাসে বেতন বাবদ দেওয়া হবে ৬০০০০ টাকা।
যোগ্যতা: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটউট থেকে কমার্স/ অ্যাকাউন্টস-এ ডিগ্রি অথবা আইসিএডডব্লু/ আইসিএডডব্লুএআই/ এমবিএ (ফিনান্স) করতে হবে প্রার্থীদের। ১১ ডিসেম্বর ২০১৮ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে আবেদনকারীর। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং/ বাজেটিং/ ইন্টারনাল অডিট/ কনট্র্যাক্ট ম্যানেজমেন্ট/ ফান্ড ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
আবেদনের পদ্ধতি: www.nhai.gov.in/ গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। অথবা সরাসরি এই-
www.nhai.gov.in/Vacancy/YoungProfessionalFinAppForm.aspx লিঙ্কে গিয়েও আবেদন করা যাবে। অনলাইন আবেদনের শেষ তারিখ ১১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে। বিস্তারিত জানুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন