Advertisment

১৫০টি শূন্যপদ, ন্যাশনাল ইনশিওরেন্স কোম্পানি লিমিটেডে যোগাযোগ করুন আজই

ন্যাশনাল ইনশিওরেন্স কোম্পানি লিমিটেডে পূর্ণ সময়ের জন্য ১৫০ জন অ্যাকাউন্টস অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। যে কোনও ভারতীয়রা আবেদন করতে পারবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

একাধিক পদে চাকরির সুযোগ। বিস্তারিত দেখুন।

ন্যাশনাল ইনশিওরেন্স কোম্পানি লিমিটেডে পূর্ণ সময়ের জন্য ১৫০ জন অ্যাকাউন্টস অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। যে কোনও ভারতীয়রা আবেদন করতে পারবেন। হাতে সময় আর মাত্র তিনদিন। আবেদন জমা দিন আজই।

Advertisment

শূন্যপদের বিন্যাস: ১৫০টি, (অসংরক্ষিত ৮৭, তপসিলি জাতি ৩২, তপসিলি উপজাতি ৯, ওবিসি ২২, ভিন্নভাবে সক্ষম ৩) রাজ্য অনুযায়ী শূন্যপদ বন্টন করা হবে।

ট্রেনিং-এর সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রনিংয়ের সময়সীমা দু বছর। প্রথম বছর প্রতিমাসে ২৫০০০ টাকা এবং দ্বিতীয় বছরে প্রতিবছর ৩০,০০০টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। স্টাইপেন্ড-এর সঙ্গে মেডিক্যাল কভারেজও থাকবে।

আরও পড়ুন: মুর্শিদাবাদ জেলা আদালতে ৫০টি পদে কর্মী নিয়োগ করা হবে

যোগ্যতা: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম ৬০ শতাংশ নম্বর নিয়ে কমার্স গ্রাজুয়েট হতে হবে। যোগ্যতা সম্পর্কিত বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইটে লগ অন করুন।

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রথমে অনলাইনে অবজেক্টিভ পরীক্ষা হবে সেই পরীক্ষায় উত্তীর্ন হলে ইন্টারভিউ ের জন্য ডাকা হবে।

বয়সসীমা: ১ নভেম্বর, ২০১৮ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত আসনের প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পরীক্ষাকেন্দ্র: পশ্চিমবঙ্গের কেন্দ্রগুলি হল কলকাতা, শিলিগুড়ি, আসানসোল। অন্যান্য রাজ্যের পরীক্ষাকেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।

আবেদন ফি: ৬০০টাকা, তপসিলি জাতি/উপজাতি ও ভিন্নভাবে সক্ষম প্রার্থীদের জন্য ১০০ টাকা। ২৭ নভেম্বর, ২০১৮ পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আই এম পি এস, ক্যাশ কার্ড, মোবাইল ওয়ালেটের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: সরাসরি এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারেন www.ibpsonline.ibps.in/nicaccoct18/ এই সাইটে। প্রার্থীর বৈধ মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইনে আবেদন করা যাবে ২৭ নভেম্বর ২০১৮ পর্যন্ত। অনলাইনে আবেদনের সময় নির্দিষ্ট স্থানে আপলোডের জন্য নিজের ছবি ও সই সই এবং স্ক্যান করে রাখতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন

Advertisment