Advertisment

NHAI recruitment 2019: কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য আবেদন করুন আজই

NHAI Recruitment 2019 for Civil Engineers Freshers: আবেদন করতে ইচ্ছুক প্রার্থীকে সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান কিমবা বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়রিং ডিগ্রীধারী হতে হবে। 

author-image
IE Bangla Web Desk
New Update
NHAI recruitment

NHAI Recruitment 2019:

NHAI recruitment 2019:

Advertisment

ন্যাশনাল হাইওয়ে অথোরিটি অব ইন্ডিয়া (এনএইচএআই) ডেপুটি জেনারেল ম্যানেজার এবং ম্যানেজারের  ১৪১ টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আবেদন করতে ইচ্ছুক প্রার্থীকে সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান কিমবা বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়রিং ডিগ্রীধারী হতে হবে।

শূন্যপদ সংক্রান্ত বিস্তারিত তথ্য

শুন্যপদের সংখ্যা- ১৪১

ম্যানেজার (টেকনিকাল)- ১৭

ডেপুটি ম্যানেজার (টেকনিকাল)- ১১৭

চাকরির আরও খবর পেতে চোখ রাখুন

শিক্ষাগত যোগ্যতা

সিভিল ইঞ্জিনিয়রিং পাশ

বয়স সীমা

বয়স সংক্রান্ত নিয়মের জন্য চোখ রাখুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। সংরক্ষিত শ্রেণিতে কেন্দ্রের নিয়ম মাফিক বয়সের ঊর্ধসীমায় ছাড় পাওয়া যাবে।

বেতনক্রম

ম্যানেজার (টেকনিকাল) পদে নির্বাচিত প্রার্থীরা ১৫৬০০ টাকা থেকে ৩৯১০০ টাকার মধ্যে মাসিক বেতন পাবেন। এর সঙ্গে রয়েছে অন্যান্য ভাতা। (সপ্তম পে কমিশন অনুযায়ী)।

গুরুত্বপূর্ণ  তারিখ

আবেদন করার শেষ তারিখ ৮ মে, ২০১৯

কীভাবে আবেদন করবেন?

বিস্তারিত তথ্য জানতে দেখুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট  nhai.gov.in

Read the full story in English

Government Jobs
Advertisment