ন্যাশনাল হইড্রো পাওয়ার কর্পোরেশন (NHPC) সম্প্রতি একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতীয় নাগরিকত্ব থাকলে পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দারা এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।
Junior Engineer (Civil, Electrical, Mechanical) পদে কর্মী নিয়োগ করবে এনএইচপিসি। এক্ষেত্রে আবেদনকারীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, সিভিল কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিগ্রি থাকতে হবে।
আরও চাকরির খবর- মাধ্যমিক পাশ করেছেন? রাজ্যেই মিলতে পারে কেন্দ্রীয় সরকারের মোটা মাইনের এই চাকরি
বয়সসীমা ও বেতন-
এই পদে চাকরির জন্য ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। এই পদে চাকরি মিললে মাসে বেতন হবে ২৯,৬০০ টাকা।
Supervisor (IT, Survey) পদেও কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা/বিসিএ/বিএসসি/সাসার্ভেয়িং-এর ডিগ্রি থাকতে হবে।
আরও পড়ুন- হবে না লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ডিঙোলেই ৩০ হাজার টাকা মাইনের চাকরি পাকা!
বয়সসীমা ও বেতন-
এই পদে চাকরি জন্য আবেদনকারীদের ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। এক্ষেত্রে মাসে মাইনে হবে ২৯,৬০০ টাকা।
আরও পড়ুন- উচ্চ মাধ্যমিক উতরেছেন? মিলতে পারে প্রায় ২৩ হাজার টাকা মাইনের চাকরি
আবেদন পদ্ধতি-
উপরোক্ত পদগুলিতে চাকরির জন্য অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে সংস্থার অফিসিয়াল ওয়েবাসইট (www.nhpcindia.com) দেখুন। ওয়েবফর্মের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ-
উপরোক্ত পদগুলিতে চাকরির জন্য আবেদন জানানোর শেষ দিন হল ৩০ জুন, ২০২৩।
আরও পড়ুন- আপনি কি উচ্চ মাধ্যমিক পাশ? এয়ারপোর্টে মিলতে পারে নজরকাড়া এই চাকরি!