Advertisment

NIA recruitment 2019: মাসিক বেতন ১লাখ১২হাজার, কেন্দ্রীয় সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ

NIA Recruitment 2019: ২৩শে এপ্রিল,২০১৯ ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদনের শেষ তারিখ। যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলে তবেই আবেদন করতে পারবেন প্রার্থীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NIA recruitment 2019: মাসিক বেতন ১লাখ১২হাজার, কেন্দ্রীয় সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ

স্বরাষ্ট্র মন্ত্রকের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ-র) ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

Advertisment

আবেদনের সময়সীমা ২৩শে এপ্রিল ২০১৯ পর্যন্ত। দুটি পদ মিলিয়ে ৬২টি শূন্যপদের জন্য অফিশিয়াল ওয়েবসাইটে nia.gov.in আবেদন করতে পারবেন প্রার্থীরা। বাছাই প্রার্থীরা ১লাখ ১২হাজার পর্যন্ত মাসিক বেতন পাবেন।

আবেদনপত্রের উপর অবশ্যই থাকতে হবে "The SP (adm), NIA HQ, opposite CGO complex, Lodhi Road, New Delhi – 110003" ঠিকানাটি এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা পৌঁছাতে হবে এনআইএর অফিসে।

শূন্যপদের বিস্তারিত তথ্য:

মোট শূন্যপদঃ- ৬২

ইন্সপেক্টর - ২৬
সাব-ইন্সপেক্টর - ৩৬

প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথি :

বায়ো-ডেটা, অ্যাপ্লিকেশন ফর্ম,

Attested copies of APARs dossier from 2013-14 to 2017-18,

Vigilance clearance সার্টিফিকেট,

সংরক্ষিত শ্রেণির অন্তর্ভুক্ত হলে তার প্রমাণ সার্টিফিকেট,

১০বছরে কোনো মেজর/মাইনর জরিমানা আরোপিত হলে তার প্রমাণ।

আরো চাকরির খবর পেতে চোখ রাখুন

শিক্ষাগত যোগ্যতা:

স্নাতক পাশ

বেতনক্রম:

সাব ইন্সপেক্টর পদে নির্বাচিত প্রার্থীরা ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকার মধ্যে মাসিক বেতন পাবেন। ইন্সপেক্টর পদে নির্বাচিত প্রার্থীরা ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকার মধ্যে মাসিক বেতন পাবেন। উভয়ের সঙ্গেই থাকবে অন্যান্য ভাতা।

কীভাবে আবেদন করবেন?

বিস্তারিত তথ্য জানতে দেখুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট- http://www.nia.gov.in

Read this story in English

Government Jobs Govt of India
Advertisment