/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/niti-ayog-759.jpg)
নীতি আয়োগে ইন্টারর্নশীপ করার সুযোগ
দ্য ন্যাশন্যাল ইন্সটিটিউশন ফর ট্রান্সফরমিং ইন্ডিয়া (নীতি) আয়োগের তরফে স্নাতকস্তর, স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য নয়া ইন্টার্নশিপ পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে। নীতি আয়োগের যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া, তার অধীনে প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনেও আবেদন করতে পারবেন।
২০১৫ সাল থেকে কেন্দ্রীয় সরকার এই স্কলারশিপটি চালু করেছে। এর প্রধান উদ্দেশ্য ছিল সরকারি সংস্থাগুলি কীভাবে কাজ করে এবং ডেটা কালেকশন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো। প্রার্থীরা অর্থনীতি, ফরেন ট্রেড, ফিনান্স, মিডিয়া ইত্যাদি বিভিন্ন বিভাগে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। নীতি আয়োগের কিছু ক্ষেত্রে ইন্টার্নশিপ দেওয়া হবে ছ'মাসের জন্য, আবার কিছু বিভাগের জন্য তিন মাসের ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু রয়েছে।
কীভাবে আবেদন করবেন?
* প্রথমে নীতি আয়োগের অফিসিয়াল ওয়েবসাইট - nitiaayog.gov.in এ যেতে হবে
* প্রতি মাসের ১ তারিখ থেকে ১০ তারিখ অবধি অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করা যাবে
* শিক্ষার্থীদের তাঁদের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করে কোন বিভাগে ইন্টার্নশিপ করতে চান তা নির্দিষ্ট করতে হবে
* এরপর সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে
* সমস্ত প্রক্রিয়া সম্পূর্ন হলে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে পরবর্তীর জন্য
নিয়োগ প্রক্রিয়া:
ইন্টার্নশিপের আবেদন করার পর, আরও পরীক্ষা করার জন্য আবেদন সংশ্লিষ্ট বিভাগের প্রধানদের কাছে পাঠানো হবে। পরবর্তীতে মেধাতালিকার ভিত্তিতে প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে। প্রথম রাউন্ড ইন্টারভিউয়ের পর নির্বাচিত প্রার্থীদের দ্বিতীয় রাউন্ডের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। নিয়োগকারীরা প্রকল্পের কাজ সম্পর্কে কতটা অবগত সে বিষয়েও জিজ্ঞেস করা হতে পারে।
পরবর্তীতে ইন্টার্নশিপে যাঁরা সুযোগ পাবেন, তাঁরা ভারত সরকারের কাজ একবারে কাছ থেকে দেখার এবং হাতে কলমেও শেখার সুযোগ পাবেন। এছাড়াও বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, মিটিং এবং ইন্টারন্যাশনাল কনফারেন্সে যোগদান করার সুযোগও রয়েছে।
Read the full story in English
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us