NITTTR TGT Recruitment 2019: শিক্ষক হতে চান? ৪৫ হাজার টাকা বেতনের চাকরির জন্য আবেদন করুন

NITTTR TGT Recruitment Notification Released: ২০১৯ এর ১লা জানুয়ারি আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩৭ এর মধ্যে।

NITTTR TGT Recruitment Notification Released: ২০১৯ এর ১লা জানুয়ারি আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩৭ এর মধ্যে।

author-image
IE Bangla Web Desk
New Update
NITTTR TGT Recruitment 2019 Notification

NITTTR TGT Recruitment for 196 Posts:

চণ্ডীগড়ের ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনিকাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (এনআইটিটিটিআর টিজিটি) চুক্তির ভিত্তিতে ১৯৬ টি শুন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। recruit.nitttrchd.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য রয়েছে।

Advertisment

চাকরির জন্য আবেদন করতে হলে প্রার্থীকে একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতেই হবে। পরীক্ষার মেধাতালিকা অনুযায়ী প্রার্থী বাছাই হবে। একাধিক প্রার্থী পরীক্ষায় একই নম্বর পেলে সেক্ষেত্রে সি টেট অর্থাৎ দ্বিতীয় পত্রে যে বেশি পাবে তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর হবে প্রার্থীর নথি যাচাই এবং সব শেষে চূড়ান্ত বাছাই।

২৬ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চের মধ্যে আবেদন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক পাশ। সিবিএসসি-র টেট উত্তীর্ণ এবং সঙ্গে বি এড পাশ হওয়া দরকার। এছাড়া টেট উত্তীর্ণ যেসব প্রার্থী ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে ৪ বছরের ইন্টিগ্রেটেড বিএ, বিএসসি পাশ করেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।

Advertisment

publive-image নির্বাচনী পরীক্ষার নম্বরের ভাগ

আরও পড়ুন, Intelligence Bureau recruitment 2019: সরকারি গোয়েন্দা বিভাগে চাকরির সুযোগ

বয়স

২০১৯ এর ১লা জানুয়ারি আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩৭ এর মধ্যে।

শূন্যপদ- ১৯৬

টিজিটি হিন্দি- ১৩

টিজিটি ইংরেজি- ২৭

টিজিটি পাঞ্জাবি - ১৯

টিজিটি সায়েন্স (মেড) - ১০

টিজিটি সায়েন্স (এনএম) - ৪৭

টিজিটি অংক- ৩৪

টিজিটি সোশাল সায়েন্স- ৪৬

বেতন

আবেদন ফি ৮০০ টাকা। এসসি, এসটিদের জন্য আবেদন ফি ৪০০ টাকা।

বেতনক্রম

অফিসিয়াল ওয়েবসাইট বলছে নির্বাচিত প্রার্থী মাসিক ৪৫ হাজার ৭৫৬ টাকা মাসিক বেতন পাবেন।

Read the full story in English