'সর্বোচ্চ সীমা পেরোলে আর নয় UPSC', পরীক্ষার্থীদের স্পষ্ট করল সুপ্রিম কোর্ট

জেনারেল ক্যাটগরির প্রত্যাশীরা ৩২ বছর পর্যন্ত সর্বোচ্চ ছ'বার পরীক্ষা দিতে পারবে।

জেনারেল ক্যাটগরির প্রত্যাশীরা ৩২ বছর পর্যন্ত সর্বোচ্চ ছ'বার পরীক্ষা দিতে পারবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সর্বোচ্চ বার পরীক্ষা দিলে আর অতিরিক্ত সুযোগ নয় ইউপিএসসি সিভিল সার্ভিস (UPSC Civil Service) প্রত্যাশীদের। বুধবার এই রায় দিল সুপ্রিম কোর্ট। গত বছর অক্টোবরে যাঁরা নিয়ম মোতাবেক শেষবার পরীক্ষা দিয়েছিলেন, তাঁরাই আর এই বছর সিএসই-২০২১ (CSE-2021) একটা সুযোগ চেয়ে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এদিন সেই আবেদন খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। কোভিড আবহে সঠিক প্রস্তুতির অভাবে  অক্টোবরের পরীক্ষা আশানুরূপ হয়নি। তাই চলতি বছরের পরীক্ষায় বসার অতিরিক্ত সুযোগ দেওয়া হোক। এমনটাই হলফনামায় আবেদন করেছিলেন ইউপিএসসি প্রত্যাশীরা।

Advertisment

কিন্তু কেন্দ্রের তরফে সদিচ্ছার অভাব থাকায় সেই আবেদন খারিজ করে আদালো। এর আগে এই অবাদনের ভিত্তিতে কেন্দ্রের অবস্থান জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছিল আদালত। সেই নোটিশের সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল, বয়সসীমা না বাড়িয়ে কী অতিরিক্ত একটা সুযোগ দেওয়া যায়?

সেই প্রশ্নের জবাবে কেন্দ্র জানায়, বয়সসীমা এক রেখে আবেদনকারীদের অতিরিক্ত সুযোগ দেওয়া মানে অন্য প্রত্যাশীদের বঞ্চিত করা। কেন্দ্রের সেই অবস্থানের সমর্থনেই এদিন রায় দিল সুপ্রিম কোর্ট।

ইউপিএসসি-র বর্তমান নিয়ম বলে, জেনারেল ক্যাটগরির প্রত্যাশীরা  ৩২ বছর পর্যন্ত সর্বোচ্চ ছ'বার পরীক্ষা দিতে পারবে। ওবিসি ক্যাটাগরির প্রত্যাশীরা ৩৫ বছর পর্যন্ত সর্বোচ্চ নয় বার পরীক্ষা দিতে পারবে। আর এসসি বা এসটি ক্যাটাগরির প্রত্যাশীরা ৩৭ বছর পর্যন্ত যতবার খুশী পরীক্ষা দিতে পারবে।

Advertisment


supreme court upsc COVID-19