Advertisment

NPCIL Recruitment 2019: রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির জন্য আবেদন করুন

NPCIL Announced Vacancy for 162 Posts npcilcareers.co.in: ইতিমধ্যে অনলাইন পদ্ধতিতে আবেদন করার সময় শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত। একমাত্র অনলাইনেই আবেদন করা যাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

NPCIL Recruitment 2019

 NPCIL Recruiting for Stipendiary Trainee/Scientific Assistant Posts:

Advertisment

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (এনপিসিআইএল) তাদের ওয়েবসাইটে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ১৬২টি শূন্য পদে নিয়োগ করবে ভারত সরকারের পরমাণু শক্তি দফতরের অধীনস্থ এই সংস্থা। পাঁচটি আলাদা আলাদা বিভাগে নিয়োগ হবে।

ইতিমধ্যে অনলাইন পদ্ধতিতে আবেদন করার সময় শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত। একমাত্র অনলাইনেই আবেদন করা যাবে।

(এনপিসিআইএল) -এর নিজস্ব ওয়েবসাইট npcilcareers.co.in -এ গেলে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।

পাঁচটি আলাদা বিভাগে নিয়োগ হবে। দেখা নেওয়া যাক, কোন বিভাগে শূন্য আসন কতগুলি।

স্টাইপেন্ডিয়ারি ট্রেনি'জ/ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (ক্যাটেগরি ১)- ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারীদের জন্য শুন্য পদের সংখ্যা ৫১

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট- বিজ্ঞানের স্নাতকদের জন্য শূন্য পদের সংখ্যা

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/বি- সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমাধারীদের জন্য শূন্য পদের সংখ্যা

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/ টেকনিশিয়ান (ক্যাটেগরি ২)- প্লান্ট অপারেটরের জন্য শূন্য পদের সংখ্যা ৫১

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/ টেকনিশিয়ান (ক্যাটেগরি ২)- মেইন্টেইনারদের জন্য শূন্য পদের সংখ্যা ৪৭

আবেদন করার দিন ৭ জানুয়ারি ২০১৯ থেকে ৩১ জানুয়ারি ২০১৯ পর্যন্ত।

Advertisment