Advertisment

UGC NET Application 2019: অধ্যাপনার জন্য আবেদন করুন আজই

UGC NET 2019 Online Registration Begins Today: বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নতুন পাঠক্রম অনুযায়ী পরীক্ষা হবে। ইউজিসি-র অফিসিয়াল ওয়েবসাইট http://www.ugcnetonline.in এ নতুন পাঠক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
UGC NET Application 2019, NTA UGC NET 2019 Registration

NTA UGC NET 2019 Registration to Begin from Today:

Advertisment

ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (ইউজিসি) ২০১৯ এর ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল দিন কয়েক আগেই। শুক্রবার থেকে শুরু হল আবেদন পদ্ধতি। আবেদনের শেষ দিন ৩০ মার্চ। আগামী  জুন মাসে পরীক্ষা হবে। এই নিয়ে দ্বিতীয় বছর ইউজিসি-র পরিবর্তে পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকছে এনটিএ।

৮৪টি বিষয়ের ওপর ৯১ টি শহরে নেট পরীক্ষা হবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদের জন্য এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ (জেআরএফ) এর জন্য  পরীক্ষা নেওয়া হবে।

http://www.nta.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। জুন মাসের ২০, ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ তারিখে পরীক্ষা হবে এবং ফলাফল প্রকাশিত হবে ১৫ জুলাইয়ের মধ্যে।

আরও পড়ুন, Indian Navy Recruitment 2018: মাধ্যমিক পাশ-দের জন্য ৪০০টি শূন্যপদ নৌসেনায়

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নতুন পাঠক্রম অনুযায়ী পরীক্ষা হবে। ইউজিসি-র অফিসিয়াল ওয়েবসাইট http://www.ugcnetonline.in এ নতুন পাঠক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর সহ এমএসসি অথবা সমতুল্য ডিগ্রি। সংরক্ষিত শ্রেণির জন্য ন্যূনতম প্রাপ্ত নম্বর ৫০ শতাংশ। যারা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছে, তাঁরাও এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে নেটের ফলাফল ঘোষণার ২ বছরের মধ্যে প্রার্থীকে নির্দিষ্ট নম্বরের সঙ্গে উত্তীর্ণ হতে হবে।

আরও পড়ুন, NITTTR TGT Recruitment 2019: শিক্ষক হতে চান? ৪৫ হাজার টাকা বেতনের চাকরির জন্য আবেদন করুন

বয়স

জেআরএফ-এর জন্য ২০১৯ এর ১ লা জানুয়ারি আবেদনকারীর বয়স ৩০ এর কম হতে হবে। সংরক্ষিতদের জন্য ৫ বছরের ছাড় রয়েছে। সম্প্রতি বয়সের উর্ধসীমা ২৮ থেকে ২ বছর বাড়িয়ে ৩০ করা হয়েছে।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদের জন্য বয়সের ঊর্ধসীমা নেই।

কীভাবে আবেদন করবেন?

ntanet.nic.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে

‘UGC NET 2019 June registration’  -এ ক্লিক করতে হবে

সম্পূর্ণ নতুন একটা পেজ খুলবে

রেজিস্টার করাতে হবে

আবেদনকারীর নিজস্ব তথ্য দিতে হবে

যে ইউজার আইডি তৈরি হল, তা দিয়ে লগ ইন করতে হবে।

এরপর ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে অনলাইন পেমেন্ট করতে হবে

Read the full story in English

UGC Net
Advertisment