Advertisment

NTPC recruitment 2019: ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ, ২০৩টি শূন্যপদে নিয়োগ এনটিপিসির

আগ্রহী প্রার্থীর এনটিপিসির অফিসিয়াল ওয়েবসাইট ntpccareers.net-এ গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে ২৬ অগাস্ট, ২০১৯ অবধি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

২০৩টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করল এনটিপিসি

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের (এনটিপিসি) তরফে ইঞ্জিনিয়ারদের জন্য প্রকাশিত হল চাকরির বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীর এনটিপিসির অফিসিয়াল ওয়েবসাইট ntpccareers.net-এ গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে ২৬ অগাস্ট ২০১৯ অবধি। সর্বমোট ২০৩টি শূন্যপদে নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এনটিপিসির তরফে।

Advertisment

চাকরির সব খবর পড়ুন এখানে

শূন্যপদের বিবরণ:

ইলেক্ট্রিকাল - ৭৫
মেকানিকাল - ৭৬
ইলেক্ট্রনিক - ২৬
ইন্সট্রুমেন্টেশন - ২৬

শিক্ষাগত যোগ্যতা:

উপরিউক্ত পদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ে নূন্যতম ৬০ শতাংশ নম্বর থাকা আবশ্যক।

বয়সক্রম:

আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ৩০ বছরের নীচে।

কীভাবে আবেদন করবেন?

* প্রার্থীদের প্রথমে এনটিপিসির অফিসিয়াল সাইটে গিয়ে, careers অপশনে যেতে হবে।

* প্রার্থীদের নিজেদের অফিসিয়াল আইডি এবং প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আবেদন করতে হবে।
* আবেদনের পর পেজটিতে যে পেমেন্টের অপশন আসবে সেখানে ক্লিক করে পেমেন্ট করতে হবে।
* এরপর নিজের ফোটো, সিগনেচার, পে স্লিপ আপলোড করতে হবে। তবে তার সাইজ থাকতে হবে ৫০০ কেবির মধ্যে।
* এরপর অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে তা অনলাইনেই জমা দিতে হবে। তারপর একটি রেজিস্ট্রেশন স্লিপ দেওয়া হবে যেখানে একটি unique registration number থাকবে, যা পরবর্তীর জন্য প্রয়োজন হবে।

নির্বাচনের প্রক্রিয়া:

প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে।

আবেদনের ফি:

জেনারেল এবং ওবিসি ক্যাটেগরির প্রার্থীদের জন্য ৩০০ টাকা। এসসি, এসটি এবং অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের কোনো ফি জমা দিতে হবে না।

Read the full story in English

Government Jobs
Advertisment