ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের (এনটিপিসি) তরফে ইঞ্জিনিয়ারদের জন্য প্রকাশিত হল চাকরির বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীর এনটিপিসির অফিসিয়াল ওয়েবসাইট ntpccareers.net-এ গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে ২৬ অগাস্ট ২০১৯ অবধি। সর্বমোট ২০৩টি শূন্যপদে নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এনটিপিসির তরফে।
চাকরির সব খবর পড়ুন এখানে
শূন্যপদের বিবরণ:
ইলেক্ট্রিকাল - ৭৫
মেকানিকাল - ৭৬
ইলেক্ট্রনিক - ২৬
ইন্সট্রুমেন্টেশন - ২৬
শিক্ষাগত যোগ্যতা:
উপরিউক্ত পদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ে নূন্যতম ৬০ শতাংশ নম্বর থাকা আবশ্যক।
বয়সক্রম:
আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ৩০ বছরের নীচে।
কীভাবে আবেদন করবেন?
* প্রার্থীদের প্রথমে এনটিপিসির অফিসিয়াল সাইটে গিয়ে, careers অপশনে যেতে হবে।
* প্রার্থীদের নিজেদের অফিসিয়াল আইডি এবং প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আবেদন করতে হবে।
* আবেদনের পর পেজটিতে যে পেমেন্টের অপশন আসবে সেখানে ক্লিক করে পেমেন্ট করতে হবে।
* এরপর নিজের ফোটো, সিগনেচার, পে স্লিপ আপলোড করতে হবে। তবে তার সাইজ থাকতে হবে ৫০০ কেবির মধ্যে।
* এরপর অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে তা অনলাইনেই জমা দিতে হবে। তারপর একটি রেজিস্ট্রেশন স্লিপ দেওয়া হবে যেখানে একটি unique registration number থাকবে, যা পরবর্তীর জন্য প্রয়োজন হবে।
নির্বাচনের প্রক্রিয়া:
প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে।
আবেদনের ফি:
জেনারেল এবং ওবিসি ক্যাটেগরির প্রার্থীদের জন্য ৩০০ টাকা। এসসি, এসটি এবং অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের কোনো ফি জমা দিতে হবে না।
Read the full story in English