Advertisment

NVS Recruitment 2019: ২৫১টি শূন্য আসনে নিয়োগ করবে নবোদয় বিদ্যালয় সমিতি

Navodaya Vidyalaya Samiti Released Job Notification for Teaching, Non-Teaching Staff: আর কিছুদিনের মধ্যেই শুরু হবে আবেদন প্রক্রিয়া। বিস্তারিত জানতে দেখুন NVS-এর অফিসিয়াল ওয়েবসাইট navodaya.gov.in

author-image
IE Bangla Web Desk
New Update
jobs

NVS Recruitment 2019 Notification

NVS Release Job Notification for 251 Posts: ২৫১ টি শূন্যপদে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করবে নবোদয় বিদ্যালয় সমিতি (NVS)। সম্প্রতি এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাঁদের তরফে। ইচ্ছুক প্রার্থীরা যোগাযোগ করতে পারেন, আর কিছুদিনের মধ্যেই শুরু হবে আবেদন প্রক্রিয়া। চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন NVS-এর অফিসিয়াল ওয়েবসাইট navodaya.gov.in। সেখানেই জমা দিতে পারবেন আবেদনপত্র। জেনে নিন বিস্তারিত।

Advertisment

জরুরি তারিখগুলো জানুন
আবেদন শুরুর তারিখ: ১৫ জানুয়ারি, ২০১৯
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ১৪ ফেব্রুয়ারি, ২০১৯
আবেদন ফি জমা দেওয়ার প্রক্রিয়া চলবে: ১৫ জানুয়ারি-১৫ ফেব্রুয়ারি ২০১৯
অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে: সম্ভবত ১০ মার্চ, ২০১৯
লিখিত পরীক্ষার তারিখ: মার্চের শেষ সপ্তাহ

আরও পড়ুন: রিজার্ভ ব্যাঙ্কে একাধিক শূন্যআসনে ইঞ্জিনিয়ার নিয়োগ

পদ অনুযায়ী শূন্য আসন সংখ্যা
প্রিন্সিপাল (গ্রুপ-এ) - ২৫
অ্যাসিস্ট্যান্ট কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন) (গ্রুপ-এ) - ৩
অ্যাসিস্ট্যান্ট (গ্রুপ-সি) - ২
কম্পিউটার অপারেটর (গ্রুপ-সি) - ৩
পোস্ট গ্র্যাজুয়েট (PGTs) (গ্রুপ-বি) - ২১৮

শিক্ষাগত যোগ্যতা
প্রিন্সিপাল (গ্রুপ-এ) - ৫০ শতাংশ নম্বর নিয়ে যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি বি এড বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন) (গ্রুপ-এ) - যেকোনও স্বীকৃত বিশ্ববদ্যালয় থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি রেগুলারে অ্যানালগাস পদও থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট (গ্রুপ-সি) - যেকোনও স্বীকৃত ইনস্টিটিউশন বা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করতে হবে। পাশাপাশি কোনও ইনস্টটিউট থেকে এক বছরের কম্পিউটারে ডিপ্লোমা এবং ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি জানতে হবে।
পোস্ট গ্র্যাজুয়েট টিচার (PGTs) (গ্রুপ-বি) - সংশ্লিষ্ট বিষয়ে ৫০ শতাংশ নম্বর সহ Regional College of Education of NCERT থেকে স্নাতকোত্তর হতে হবে।

চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন

Advertisment