Advertisment

NWDA recruitment 2019: মাধ্যমিক পাশ করলেই কেন্দ্রীয় জল উন্নয়ন সংস্থায় চাকরির সুযোগ, আবেদন করুন

কম্পিউটারে একটি পরীক্ষার পর প্রার্থীকে স্কিল টেস্ট অথবা দক্ষতার যাচাই -এর পরীক্ষা এবং শর্ট হ্যান্ডের পরীক্ষায় বসতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NWDA recruitment 2019

ভারত সরকারের জলসম্পদ মন্ত্রকের অধীনে ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি (এনডব্লিউডিএ)  ৭৩ টি পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণ পদ্ধতি শুরু হয়েছে। দেরি না করে আবেদন করুন।

Advertisment

পরীক্ষার দিন ঘোষণা হয়নি এখনও। তবে আবেদন করার সেশ তারিখ আগামী ২২ ফেব্রুয়ারি।

কম্পিউটারে একটি পরীক্ষার পর প্রার্থীকে স্কিল টেস্ট অথবা দক্ষতার যাচাই -এর পরীক্ষা এবং শর্ট হ্যান্ডের পরীক্ষায় বসতে হবে। মাধ্যমিক পাশ করলেই দেওয়া যাবে পরীক্ষা।



শূন্য পদ সম্পর্কিত তথ্য

জুনিয়র ইঞ্জিনিয়র- ২৫

জুনিয়র অ্যাকাউন্টেন্ট- ৭

স্টেনোগ্রাফার গ্রেড ২- ৮

লোয়ার ডিভিশন ক্লার্ক- ৩৩

আরও পড়ুন, RPF Constable Group E, F Result: আরপিএফ গ্রুপ ‘ই’, ‘এফ’ পরীক্ষার ফলাফল প্রকাশিত

শিক্ষাগত যোগ্যতা

জুনিয়র ইঞ্জিনিয়রের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকা আবশ্যক। জুনিয়র অ্যাকাউন্টেন্টের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য শাখার ডিগ্রী অথবা সমতুল্য কোনো ডিগ্রি। স্টেনোগ্রাফার গ্রেড এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যথাক্রমে দ্বাদশ এবং দশম শ্রেণী পাশ করতে হবে।

বয়স

প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭-এর মধ্যে।

বেতনক্রম- 

জুনিয়র ইঞ্জিনিয়র, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, স্টেনোগ্রাফার গ্রেড ২, লোয়ার ডিভিশন ক্লার্ক- এই চারটি পদের বেতনক্রম যথাক্রমে ৩৫৪০০-১১২৪০০, ২৯২০০- ৯২৩০০, ২৫৫০০-৮১১০০ এবং ১৯৯০০-৬৩২০০ টাকা।

nwda.gov.in.

এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে প্রার্থীদের।

Government Jobs
Advertisment