Advertisment

ওড়িশায় পাবলিক সার্ভিস কমিশনে কর্মী নিয়োগ

ওড়িশা পাবলিক সার্ভিস কমিশনের অ্যাসিস্টেন্ট সেকশন অফিসারের পদের জন্য আবেদন করতে পারেন। ইতিমধ্যেই শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
jobs

NVS Recruitment 2019 Notification

কলকাতায় থাকতে চাইছেন না? তাহলে অন্যত্র আপনার জন্য রয়েছে চাকরির সুযোগ। ওড়িশা পাবলিক সার্ভিস কমিশনের অ্যাসিস্টেন্ট সেকশন অফিসারের পদের জন্য আবেদন করতে পারেন। ইতিমধ্যেই শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। অনলাইনে আবেদনের করতে পারেন৷ ওড়িশা সেক্রেটারিয়েট সার্ভিসের গ্রুপ-বি বিভাগের পদটির জন্য বিশদ বিবরণ পেতে প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। ওড়িশা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটটি হল- (opsconline.gov.in)। এই পেজে গিয়েই আবেদন করতে হবে প্রার্থীদের। অলাইনে আবেদনের শেষ তারিখ থাকছে ৬ নভেম্বর, ২০১৮৷ ওড়িশা পাবলিক সার্ভিস কমিশনের পদটির জন্য লিখিত পরীক্ষাটি হবে ২৩ ডিসেম্বর, ২০১৮৷

Advertisment

জেনে নিন কীভাবে আবেদন করবেন পদটির জন্য:

প্রথমে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন opsconline.gov.in-অ্যাপ্লাই করে অনলাইন-প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল-আপ করুন৷ এরপর, আবেদন ফি জমা করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করার পর ‘সাবমিট’ অপশনটিতে ক্লিক করুন৷ ভবিষ্যত প্রয়োজনের জন্য ফর্মটির একটি প্রিন্টআউট করিয়ে নিন৷

আবেদন ফী

জেনারেল প্রার্থীদের জন্য আবেদন ফি থাকছে ৩০০ টাকা৷ এসসি, এসটি, পিডাবলুডি প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি দিতে হবে ন না৷

আবেদনকারীর বয়সসীমা

আবেদনকারীর বয়সসীমা ২১-৩২ বছরের মধ্যে ৷ তবে, তফশিলি জাতি-উপজাতি প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের উপর ছাড় দেওয়া হবে। এ ক্ষেত্রে বিবেচনা করবে সংস্থা।৷

অনলাইন নয়, লিখিত পরীক্ষার মাধ্যমেই বেছে নেওয়া হবে উপযুক্ত প্রার্থীদেরকে ৷

পরীক্ষায় আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা

স্নাতকোত্তীর্ণ হতে হবে প্রার্থীকে৷ পাশাপাশি কম্পিউটার সম্পর্কিত অভিজ্ঞতা থাকাও আবশ্যক।

Advertisment