ONGC recruitment 2019: ভারতীয় অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি) ২১৪ টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করল। অনলাইনের মাধ্যমে আবেদনের প্রক্রিয়া শুরু হবে ২৩ জুলাই থেকে, চলবে অগাস্টের ৫ তারিখ পর্যন্ত। এই বিপুল সংখ্যক আসনে শিক্ষানবীশ পদে নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদের। প্রার্থীদের তাঁদের একটি অ্যাপ্লিকেশন পূরণ করে তা উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
শূন্যপদের বিস্তারিত বিবরণ:
মোট পদ - ২১৪
অ্যাকাউন্ট্যান্ট - ৫
অ্যাসিস্ট্যান্ট এইচআর - ১২৫
সেক্রেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট - ৪৬
ইলেক্ট্রিশিয়ান - ৫
ইলেক্ট্রনিক্স মেকানিক - ৩
ইন্সট্রুমেন্ট মেকানিক - ৮
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট - ১২
কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট - ১০
আরও চাকরির খবর পড়ুন এখানে
শিক্ষাগত যোগ্যতা:
অ্যাকাউন্ট্যান্ট পদে আবেদন করতে হলে যে কোনও সরকারি কিংবা বেসরকারি কলেজ থেকে কর্মাসের স্নাতক হওয়া বাধ্যতামূলক।
অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আর্টস কিংবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের স্নাতক হওয়া আবশ্যক।
ইলেক্ট্রিশিয়ান পদের জন্য ইলেক্ট্রনিকসে আইটিআই পাশ করা আবশ্যক।
বয়সসীমা:
প্রার্থীদের বয়স হতে হবে ২৪ বছরের মধ্যে। ১৮ বছর বয়সের উর্ধবয়সীরা এই প্রার্থীপদে আবেদন করতে পারবেন।
নির্বাচন প্রক্রিয়া:
মেধা তালিকাটি বিভিন্ন অ্যাকাডেমিক ডিগ্রীর ভিত্তিতে প্রকাশ করা হবে ওএনজিসির তরফে।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদন শুরু হবে ২৩ জুলাই
আবেদনের শেষ তারিখ ৫ অগাস্ট
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ongcapprentices.co.in এ গিয়ে আবেদন করতে পারবেন।
Read the full story in English