লকডাউনে চাকরির বড় সুযোগ এনে দিল সরকার। লকডাউনে বসে কী করব সেসব না ভেবে এখনই আবেদন করে ফেলুন এই চাকরিগুলির জন্য। এক হাজারের বেশি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার। ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনউ), ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের মতো সংস্থায় আপনার জন্য রয়েছে চাকরির সুবর্ণ সুযোগ। এই সপ্তাহে ঘরে বসেই আবেদন করতে পারবেন। কিন্তু কোথায় কোথায় আবেদন করবেন? দেখে নিন এক ঝলকে
বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠানে এই মাসেই বন্ধ হয়ে যাবে শূন্যপদে লোক নেওয়ার প্রক্রিয়া।
* বিহারে রয়েছে প্রচুর চাকরির সুযোগ। আরবান লোকাল বডিস, যা বিহার সরকারের একটি বিভাগ, সেখানে সিটি ম্যানেজার পদে আবেদন করতে পারেন। মোট ১৬৩টি শূন্যপদের বিজ্ঞপ্তি দিয়েছেন তাঁরা। আবেদন করার শেষ দিন ২৭ মে। কীভাবে আবেদন করবেন? অনলাইনেই করা যাবে। bceceboard.bihar.gov.in - এই ওয়েবসাইটে গিয়েই আবেদন করে ফেলুন।
* রাজধানী দিল্লিতেও রয়েছে চাকরির সুযোগ। দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি ৬২৯টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৩ মার্চ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, ৩০ এপ্রিল আবেদনের শেষ দিন। অপেক্ষা না করে dda.org.in- এ গিয়ে আজই আবেদন করে ফেলুন।
* যারা গেট পরীক্ষায় পাশ করে বসে আছেন তাঁদের জন্য সুবর্ণ সুযোগ আনল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। ইঞ্জিনিয়ার, অফিসার, শিক্ষানবীশ পদে লোক নেওয়া হবে। আবেদনের শেষ দিন ৬ মে, ২০২০।
* সুযোগ রয়েছে ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ে চাকরি করার। ডিরেক্টর, রেজিস্ট্রার, পাবলিক রিলেশনস অফিসার, ডেপুটি রেজিস্ট্রার পদে যোগ দেওয়ার সুযোগ রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই আবেদন করতে পারবেন। আবেদনের শেষ দিন ২১ মে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন