Advertisment

দু'বছরে দেশে প্রায় ৪ লক্ষ কর্মসংস্থানের হিসেব দিল কেন্দ্র

কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দল একাধিকবার দেশের বেকারত্বের হার ক্রমশ বাড়ার জন্য দায়ী করেছে এনডিএ সরকারকেই।

author-image
IE Bangla Web Desk
New Update
LIC ADO exam, LIC ADO result

বিরোধীদের অভিযোগ ছিল গত পাঁচ বছরে দেশে কর্ম সংস্থানহীন বৃদ্ধি হয়েছে। তবে কেন্দ্র সরকার সেই অভিযোগের প্রেক্ষিতে সাম্প্রতিকতম বাজেটে জানাল বিগত দুই অর্থবর্ষে ৩ লক্ষ ৮১ হাজার চাকরি তৈরি হয়েছে দেশের বিভিন্ন সংস্থায়।

Advertisment

কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দল একাধিকবার দেশের বেকারত্বের হার ক্রমশ বাড়ার জন্য দায়ী করেছে এনডিএ সরকারকেই। বিমুদ্রাকরণের ঘোষণার পর থেকেই বিরোধীদের আক্রমণ জারি রয়েছে।

‘সিভিল সার্ভিস আমার জন্য না’, এই মানসিকতা কাটানোই আসল চ্যালেঞ্জ

কেন্দ্রের তরফে দাবি করা হচ্ছে, শুধুমাত্র রেলমন্ত্রকেই ৯৮,৯৯৯ জনকে নিয়োগ করা হয়েছে। ১ মার্চ, ২০১৭ তে ভারতীয় রেলে কর্মীর সংখ্যা ছিল ১২ লক্ষ ৭০ হাজার। ২০১৯ এর ১ মার্চ সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৬৯ হাজার। সরকারি নথি বলছে ২০১৭ থেকে ২০১৯ এর মধ্যে ৮০০০০ পুলিশ নিয়োগ হয়েছে। প্রত্যক্ষ এবং পরোক্ষ কর বিভাগে যথাক্রমে ২৯,৯৩৫ এবং ৫৩,০০০ কর্মী নিয়োগ হয়েছে।

প্রতিরক্ষা দফতরে বিগত দুই অর্থবর্ষে নিয়োগ হয়েছে ৪৬,৩৪৭ জন।

পরমাণু শক্তি দফতরে নিয়োগ করা হয়েছে ১০,০০০ কর্মী। টেলিকমিউনিকেশন এবং জলসম্পদ বিভাগে নিয়োগের সংখ্যা যথাক্রমে ২২৫০ এবং ৩৯৮১।

Read the full story in English

Advertisment