এবার রাজ্যেরই পঞ্চায়েত দফতরের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দারাই আবেদনের যোগ্য। ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেই মিলবে আবেদনের সুযোগ। একাধিক পদে চাকরির বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।
Village Level Entrepreneur (VLE) পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ২২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে চাকরির জন্য আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটারের কাজ জানতে হবে।
বয়সসীমা ও বেতন:
১৮ থেকে ৩৫ বছর বয়সীরা আবেদনের যোগ্য। এই পদে চাকরি মিললে মাসে বেতন হবে ১০ হাজার টাকা।
এছাড়াও Gram Rozgar Shayak (GRS) পদেও কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অথবা ভোকেশনাল বিভাগে পদার্থবিদ্যা ও গণিতে আবশ্যিক বিষয়-সহ ৫৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করা প্রার্থীরাও আবেদনের যোগ্য।
আরও চাকরির খবর- বেতন ৩১ হাজার, কেন্দ্রের সংস্থায় উচ্চ মাধ্যমিক পাশেও কর্মী নিয়োগ
বয়সসীমা ও বেতন:
১৮ থেকে ৩৫ বছর বয়সীরা আবেদনের যোগ্য। এই পদে চাকরি মিললে মাসে বেতন হবে ১২ হাজার টাকা।
আরও চাকরির খবর- রেলের এই চাকরিতে মোটা টাকা বেতন, মাধ্যমিক পাশেই আবেদনের সুযোগ
আবেদন পদ্ধতি:
দুটি চাকরির ক্ষেত্রেই অনলাইনে আবেদনের প্রয়োজন নেই। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা বায়োডাটা ও শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে জমা দিতে পারেন।
আরও চাকরির খবর- কেন্দ্রের সংস্থায় মোটা মাইনের চাকরি, উচ্চ মাধ্যমিক পাশেই আবেদনের সুযোগ
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Executive Director, Mahatma Gandhi NREGS, Panchayat &Rural Development Department. GTA Darjeeling
আবেদনপত্র জমার শেষ তারিখ:
১৯ এপ্রিল, ২০২৩-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
এই চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে অফিসিয়াল ওয়েবসাইটে লিংক করুন -https://darjeeling.gov.in/
আরও চাকরির খবর- বাজারদর মাথায় রেখেই মোটা বেতনের চাকরি, কলকাতা পুরসভায় কর্মী নিয়োগ
এছাড়াও এই চাকরি সংক্রান্ত তথ্য বিশদে জানতে অফিসিয়াল নোটিফিকেশনে ক্লিক করুন- https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/d33738ce6e751d6fda00d8199359931824629a59d468dd8ed9741737a0322d70.pdf