Advertisment

বিরাট বেতন! কেন্দ্রের বিদ্যুৎ দফতরে কর্মী নিয়োগ, আবেদনের যোগ্য কারা?

PFC-এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
PFC recruitment 2023

কেন্দ্রীয় বিদ্যুৎ দফতরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত।

পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড বা PFC-এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। মোটা টাকা বেতনের এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।

Advertisment

PFC-এর Assistant Manager (Projects) পদে কর্মী নিয়োগ করা ববে। এক্ষেত্রে আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিংয়ে B.E/B.Tech-সহ MBA/PGP/PGDM/PGDBM/PGDBA ডিগ্রি থাকা জরুরি। এছাড়াও সংশ্লিষ্ট বিভাগে কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকা আবশ্যক।

আরও পড়ুন- IDBI ব্যাঙ্কে লোভনীয় চাকরির সুযোগ, মাইনে জানলে মাথা ঘুরে যাবে!

বয়সসীমা ও বেতন-

এই চাকরির জন্য সর্বোচ্চ ৩১ বছর বয়সী চাকরিপ্রার্থীরা আবেদনের যোগ্য। এই পদে চাকরি মিললে মাসে বেতন হবে ৬০ হাজার টাকা।

এছাড়াও Manager (Projects) পদেও কর্মী নিয়োগ করবে পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড। এক্ষেত্রে কর্মপ্রার্থীদের B.E/B.Tech-সহ MBA/PGP/PGDM/PGDBM/PGDBA ডিগ্রি থাকলে এই পদে চাকরির জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন- বেতন প্রায় ২৩ হাজার, বাংলার লাইব্রেরিতে কর্মী নিয়োগ

বয়সসীমা ও বেতন-

সর্বোচ্চ ৩৮ বছর বয়সীরা আবেদনের যোগ্য। এক্ষেত্রে মাসে বেতন হতে পারে ৮০ হাজার টাকা।

আবেদন পদ্ধতি-

উপরোক্ত পদগুলিতে চাকরির জন্য অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে এই লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। https://www.pfcapps.com/pfcrecruitment/index.aspx?rcrtid=43&advdate=17-MAY-23

আরও পড়ুন- ন্যূনতম মাধ্যমিক পাশেই Post Office-এ চাকরি, ঝটপট পড়ুন প্রতিবেদন

আবেদনের শেষ তারিখ-

কেন্দ্রীয় সংস্থায় উপরোক্ত চাকরিগুলির জন্য আবেদন জানানোর শেষ তারিখ ৬ জুন, ২০২৩।

Government Jobs Recruitment jobs
Advertisment