এবার পোস্ট অফিসে মোটা টাকা বেতনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় নাগরিকত্ব থাকলেই নজরকাড়া বেতনের এই চাকরির জন্য আবেদনের সুযোগ মিলবে। এই চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিত আকারে এই প্রতিবেদনে দেওয়া হল।
পোস্ট অফিসে 'স্টাফ কার ড্রাইভার' (অর্ডিনারি গ্রেড) পদে কর্মী নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। বিস্তারিত জেনে দ্রুত চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারেন। এই চাকরি সংক্রান্ত তথ্য বিস্তারিতভাবে দেখতে অফিসিয়াল ওয়েবসাইটের এই লিংকে ক্লিক করতে পারেন- www.indiapost.gov.in
আরও চাকরির খবর- রাজ্যের পঞ্চায়েত দফতরে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশেই আবেদনের সুযোগ
আবেদনের তারিখ ও বেতন :
গত ৩১ মার্চ ২০২৩-এ এই চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। পোস্ট অফিসের স্টাফ কার ড্রাইভার পদে চাকরি মিললে মাসে বেতন হবে লেভেল ০২ (১৯,৮০০ থেকে ৬৩,২০০ টাকা), প্রি-রিভাইজড: পে ব্যান্ড -৫,২০০-২০,২০০ সঙ্গে গ্রেড পে ১৯০০ টাকা।
বয়সসীমা :
সর্বোচ্চ ৫৬ বছর বয়সী প্রার্থীরাও পোস্ট অফিসের এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।
আরও চাকরির খবর- বেতন ৩১ হাজার, কেন্দ্রের সংস্থায় উচ্চ মাধ্যমিক পাশেও কর্মী নিয়োগ
আবশ্যিক যোগ্যতা :
পোস্ট অফিসের এই চাকরির জন্য আবেদনকারীদের বৈধ লাইসেন্স থাকতে হবে। কমপক্ষে ৩ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকা জরুরি। ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও আবেদন করা যাবে।
আরও চাকরির খবর- রেলের এই চাকরিতে মোটা টাকা বেতন, মাধ্যমিক পাশেই আবেদনের সুযোগ
আবেদন পদ্ধতি ও এই চাকরি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে এই লিংকে ক্লিক করুন- https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/85c399e50e2f5d276378febe2cb0fc134e973eae4e07d09cb13eb181f5d96229.pdf