Advertisment

১৪,০৩৩ টি শূন্যপদে নিয়োগ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড

কম্পিউটার ভিত্তিক দুটি পর্যায়ে পরীক্ষা হবে। নথিপত্র যাচাই এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
indian railway, ভারতীয় রেল

পূর্ব, দক্ষিণ-পূর্ব, উত্তর-পূর্ব সীমান্ত রেল সহ সারা দেশের রেলপথগুলিতে ১৪,০৩৩ জন জুনিয়র ইঞ্জিনিয়ার (ইনফরমেশন টেকনোলজি), ডিপো মেটিরিয়াল সুপারিন্টেনডেন্ট ও কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে কলকাতা, মালদা, শিলিগুড়ি ইত্যাদি সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলি মিলিতভাবে।

Advertisment

শূন্যপদ: ক্রমিক সংখ্যা ১: জুনিয়র ইঞ্জিনিয়র: শূন্যপদ ১৩,০৩৪; ক্রমিক সংখ্যা ২: জুনিয়র ইঞ্জিনিয়র (ইনফরমেশন টেকনোলজি): ৪৯ ক্রমিক সংখ্যা ৩: ডিপো মেটিরিয়াল সুপারিন্টেনডেন্ট: ৪৫৬। ক্রমিক সংখ্যা ৮: কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট: ৪৯৪

আরও পড়ুন: ভারতীয় নৌসেনায় আবেদনের শেষ তারিখ ৩০ ডিসেম্বর

বেতনক্রম: শুরুর মূল বেতন ৩৫,৪০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।

যোগ্যতা; বিভিন্ন পদ অনুযায়ী যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।

প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার ভিত্তিক দুটি পর্যায়ে পরীক্ষা হবে। নথিপত্র যাচাই এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

পরীক্ষার ফি: ৫০০ টাকা, ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্টে বসলে ৪০০ টাকা (ব্যাঙ্ক চার্জ বাদে) ফেরত দেওয়া হবে। তপশিলি জাতি/উপজাতি, প্রাক্তন সেনাকর্মী, ভিন্নভাবে সক্ষম, রূপান্তরকামী, সংখ্যালঘু, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ও মহিলা প্রার্থীদের ফি ২৫০ টাকা (ব্যাঙ্ক চার্জ বাদে) ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট দিলে তাঁদের ওই ২৫০ টাকা ফেরৎ দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি; ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে ২ জানুয়ারি সকাল ১০টা থেকে ৩১ জানুয়ারি রাত ২৩.৫৯ পর্যন্ত।

কলকাতা http://www.rrbkolkata.gov.in/

আহমেদাবাদ http://www.rrbahmedabad.gov.in/

আজমির http://www.rrbajmer.gov.in/

এলাহাবাদ http://www.rrbald.gov.in/

বেঙ্গালুরু http://www.rrbbnc.gov.in/

ভোপাল http://www.rrbbpl.nic.in/

ভুবনেশ্বর http://www.rrbbbs.gov.in/

বিলাসপুর http://www.rrbbilaspur.gov.in/

চণ্ডীগড় http://www.rrbcdg.gov.in/

চেন্নাই http://www.rrbchennai.gov.in/

গোরক্ষপুর http://www.rrbgkp.gov.in/

গুয়াহাটি http://www.rrbguwahati.gov.in/

জম্মু ও কাশ্মীর http://www.rrbjammu.nic.in/

মালদা http://www.rrbmalda.gov.in/

মুম্বই http://www.rrbmumbai.gov.in/

মজফ্ফরপুর http://www.rrbmuzaffarpur.gov.in/

পাটনা http://www.rrbpatna.gov.in/

রাঁচি http://www.rrbranchi.gov.in/

সেকেন্দ্রাবাদ http://www.rrbsecunderabad.nic.in/

শিলিগুড়ি http://www.rrbsiliguri.org/

তিরুবনন্তপুরম http://www.rrbthiruvananthapuram.gov.in/

Advertisment