Advertisment

রেলে কর্মী নিয়োগ, প্রকাশিত হল আবেদনের বিজ্ঞপ্তি

নির্বাচিত প্রার্থীরা 'X' শ্রেণির জন্য ৩০,০০০ টাকা এবং ওয়াই এবং জেড শ্রেণির জন্য বেতন যথাক্রমে ২৭,০০০ এবং ২৫,০০০ টাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
unremunerative-6000-train-stoppages-may-be-dropped-by-rail

৬ হাজার স্টপেজে আর নাও থামতে পারে ট্রেন।

ভারতের পশ্চিম রেল চুক্তির ভিত্তিতে জুনিয়র টেকনিক্যাল পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৪ জুলাই থেকে rrc-wr.com এ আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। ২২ আগস্ট, রাত ১১ টা পর্যন্ত করা যাবে আবেদন। আগ্রহী প্রার্থীদের সময়সীমার আগে আবেদন করতে হবে। ১৯ নভেম্বর, ২০২০ অবধি চুক্তি থাকবে। বিজ্ঞপ্তি অনুসারে চুক্তিটি বছর-বছর নবায়ন করা হবে।

Advertisment

বিজ্ঞপ্তির আওতায় মোট ৪১ টি শূন্যপদ দেওয়া হয়। প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ৫৫ নম্বর, কাজের অভিজ্ঞতার জন্য ৩০ নম্বর এবং ব্যক্তিত্ব বা বুদ্ধি পরীক্ষার জন্য ১৫ নম্বর দেওয়া হবে। মূল্যায়নের মোট নম্বর ১০০।

Railway Recruitment 2020: Eligibility requirements

যোগ্যতা - আবেদনকারীকে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের ডিপ্লোমা বা বিএসসি বা চার বছরের প্রাসঙ্গিক ডিগ্রি থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমাতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে। ওবিসি প্রার্থীদের জন্য কাট অফ ৫৫ এবং এসসি, এসটি প্রার্থীদের ক্ষেত্রে এটি ৫০ শতাংশ।

বয়স- বয়স এবছরের ২২ জুলাই হিসাবে গণনা করা হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩৬ বছর হতে হবে। এসসি-র অন্তর্গত, এসটি প্রার্থীদের ক্ষেত্রে ৩৮ বছর পর্যন্ত পরীক্ষায় বসতে পারবে।

Railway Recruitment 2020: How to apply

১) অফিসিয়াল ওয়েবসাইট, rrc-wr.com বা wr.indianrailways.gov.in দেখুন

২) ‘সংবাদ এবং নিয়োগ’ ক্লিক করুন

৩) ‘contractual JE’ লিঙ্কে ক্লিক করুন

৪) online registration এবং new registration ক্লিক করুন

৫) ফর্মটি পূরণ করুন পদক্ষেপ

৬) টাকা জমা করুন

Railway Recruitment 2020: Fee

আবেদনকারীদের  পরীক্ষা ফি দিতে হবে ৫০০ টাকা। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের দিতে হবে ২৫০ টাকা।

Railway Recruitment 2020: Salary

নির্বাচিত প্রার্থীরা 'X' শ্রেণির জন্য ৩০,০০০ টাকা এবং ওয়াই এবং জেড শ্রেণির জন্য বেতন যথাক্রমে ২৭,০০০ এবং ২৫,০০০ টাকা।

Government Jobs
Advertisment