এবার ভারতীয় রেলে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রেলে 'অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট' পদে কর্মী নিয়োগ করা হবে। ভারতীয় নাগরিকত্ব থাকা যে কোনও নাগরিক এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও এই চাকরির জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা-সহ বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।
রেলওয় রিক্রুটমেন্ট সেল জয়পুরের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ২৩৮টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট শূন্যপদের মধ্যে ১২০টিতে সাধারণ প্রার্থীদের নিয়োগ করা হবে। এছাড়াও এসসি ৩৬, এসটি ১৮ এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৬৪টি আসন রয়েছে।
আরও চাকরির খবর- নজরকাড়া বেতনের চাকরি! এবার কলকাতা বিশ্ববিদ্যালয়েই কর্মী নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা:
এই পদে চাকরির জন্য আবেদনকারীদের ন্যূনতম দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। তবে এরই পাশাপাশি আইটিআই ডিগ্রি থাকতে হবে। মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেক্ট্রনিক্স/অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল ওয়েবসাইটের এই লিংকে ক্লিক করুন- https://apply.rrcjaipur.in/
আরও চাকরির খবর- H.S পাশেই উচ্চ বেতনের চাকরি! কর্মী নিয়োগ রাজ্যের স্বাস্থ্য বিভাগে
চাকরি সংক্রান্ত তথ্য বিশদে জানতে ক্লিক করুন এই লিংকে- https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/06011102021e412de07481a18a0e8aae3695d3044a26505bde3723c0fab3faba.pdf
বেতন ও আবেদন পদ্ধতি:
এই পদে চাকরির জন্য অনলাইনে আবেদন করতে হবে। সব শংসাপত্র যাচাই করে দেখার পরেই কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগ মিললে মাসে বেতন হবে ১৯,৯০০ টাকা।
আবেদনের শেষ তারিখ:
এই চাকরিতে অনলাইনেই আবেদন করতে হবে। অনলাইন পদ্ধতিতে আবেদনের শেষ দিন আগামী ৬ মে ২০২৩।