/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/rrb-amp.jpg)
ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই বেরোবে নিয়োগ বিজ্ঞপ্তি
RRB Recruitment for Indian Railway Notification to be Announced Soon:
মাস খানেক আগেই রেলমন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করেছিলেন ভারতীয় রেলের আড়াই লাখ শূন্য পদে নিয়োগ করা হবে। সেই মতো ফেব্রুয়ারির শেষ সপ্তাহ অথবা মার্চের প্রথম সপ্তাহেই প্রকাশিত হবে নিয়োগ বিজ্ঞপ্তি, জানিয়েছেন ভারতীয় রেলের এক আধিকারিক অঙ্গরাজ মোহন।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে অঙ্গরাজ মোহন জানিয়েছেন, "প্রথম দফার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের প্রথমে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে ২০২১-এর আগস্টের মধ্যে"। আর্থিক ভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের ১০% সংরক্ষণ লাগু হবে ভারতীয় রেলের নিয়োগে, এই কথাও আগেই জানিয়েছেন রেলমন্ত্রী।
ভারতীয় রেলের সারা দেশে মোট ১৬ টি শাখা রয়েছে। গত মাসের এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, “২.২৫ থেকে ২.৫০ লক্ষ নতুন শূন্য পদ তৈরি হচ্ছে ভারতীয় রেলে। বাকি ১.৫০ লক্ষ পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে আগামী দু বছরের মধ্যে প্রায় ৪ লক্ষ শূন্য পদে নিয়োগ করবে কেন্দ্র"।
গত বছর রেল মন্ত্রক থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে ১.২ লক্ষ শূন্য পদে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রায় আড়াই কোটি আবেদন জমা পড়েছিল। চলতি বছরের আগস্টের মধ্যে দুটি গ্রুপের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।