RRB NTPC admit card, exam date 2019: সংবাদমাধ্যমের সমস্ত জল্পনাকে অস্বীকার করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) জানায় আরআরবি পরীক্ষার জন্য প্রয়োজনীয় অ্যাডমিট কার্ড এখনই প্রকাশ করছে না আরআরবি বোর্ড। বোর্ডের তরফে এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান যেহেতু এখনও এনটিপিসি পরীক্ষার দিনক্ষণ এবং সময়সূচী প্রকাশ করা হয়নি, সেহেতু অ্যাডমিট কার্ড প্রকাশের কোনও সম্ভাবনাই নেই এখন। প্রসঙ্গত, সরকারী বিজ্ঞপ্তি অনুসারে সেপ্টেম্বর মাসেই পরীক্ষাটি হওয়ার কথা ছিল। তবে বোর্ডের এই বক্তব্য শুনে অনেক পরীক্ষার্থীর মত যেহেতু এখন আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার, আরআরবি এএলপি টেকনিশিয়ান পদের নিয়োগ পরীক্ষা পরিচালনা নিয়ে ব্যস্ত রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তাই আগামী মাসেও পরীক্ষার দিনক্ষণ প্রকাশ হওয়ার সম্ভাবনা কম।
রেলওয়ে আধিকারিক সূত্রে খবর, “আরআরবি এনটিপিসির আবেদনের ঝাড়াই-বাছাই প্রক্রিয়া এখনও চলছে। সেপ্টেম্বর বাদ দিন, আমরা অন্যান্য নিয়োগ পরীক্ষায় ব্যস্ত থাকায় আমরা অক্টোবরেও পরীক্ষার দিন প্রকাশের বিষয়ে নিশ্চিত নই। এর আগে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার তারিখ প্রকাশের ঘোষণার কথা জানিয়েছিল রেল। তবে এবারে পরীক্ষা আরও দেরিতে হবে বলেই মনে করা হচ্ছে।”
উল্লেখ্য, রেলওয়ের এই নন টেকনিক্যাল পপুলার বিভাগ (এনটিপিসি)পদে নিয়োগের জন্য প্রথম পর্যায়ে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিটি) হবে। প্রথম পর্যায়ের পরীক্ষাটিতে উত্তীর্ণ হলে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষাটিতে বসার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। তবে প্রথম পর্যায়ের পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কেটে নেওয়া হবে এক তৃতীয়াংশ নম্বর। দ্বিতীয় পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীদের টাইপিং টেস্ট (টিএসটি) পরীক্ষা এবং নথি যাচাই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।
আরও পড়ুন- কর্মসংস্থানে সাহায্য করতে মমতা সরকারের দুই পোর্টাল
মোট ৩৫২৭৭টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। যার মধ্যে উচ্চমাধ্যমিক পাশ আবেদনকারীদের জন্য বরাদ্দ ছিল ১০৬২৮টি পদ, স্নাতক প্রার্থীদের জন্য ছিল ২৪৬৪৯টি পদ। এদিকে, আরআরবি জেই সিবিটি ২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ইতিমধ্যেই হইচই পরে গিয়েছে নেট দুনিয়ায়। এমনকি পরীক্ষার্থীরা পরীক্ষা বাতিলেরও দাবি করেছেন। যদিও প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি অস্বীকার করেছে রেল।
Read the full story in English
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Jobs News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
'ভোটে অনাচার হলেই অপসারণ', রাজ্য পুলিশ-প্রশাসনকে কড়া বার্তা নির্বাচন কমিশনের
'আমরাই খাওয়াব, বানিয়ে দেব ঘর', বাগবাজার বস্তিবাসীদের বরাভয় মমতার
মাথায় ক্ষতচিহ্ন, বাথটবে রক্তাক্ত পরিণীতি, প্রকাশ্যে 'দ্য গার্ল অন দ্য ট্রেন'-এর টিজার
মেয়েদের বিয়ের বয়স নিয়ে বিতর্কিত মন্তব্য, শিশুসুরক্ষা কমিশনের নোটিস কংগ্রেস নেতাকে
ধোনি, রায়না, বিরাট সবারই কন্যাসন্তান, 'এ তো ভবিষ্যতের মহিলা ক্রিকেট টিম', বলছেন অমিতাভ
১৬ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন! শতাব্দী রায়ের ফ্যান ক্লাবের পোস্ট ঘিরে জল্পনা
ফোনে আড়ি পাতা হচ্ছে দাবি শোভনের, 'ভিত্তিহীন' অভিযোগ বলে ওড়াল তৃণমূল