ভারতীয় রেলের ২ লক্ষ ৯৪ হাজার শূন্য পদে এ বছরেই নিয়োগ করা হবে, জানিয়ে দিল কেন্দ্র। এই অর্থ বর্ষে রেলে ২ লক্ষ ৯৮ হাজার শূন্য পদ রয়েছে, জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
মন্ত্রী পীযূষ গোয়েল বুধবার লোকসভায় বলেন "বিগত দশ বছরে ভারতীয় রেলে ৪ লক্ষ ৬১ হাজারের কাছাকাছি নিয়োগ হয়েছে। ১৯৯১ সালে রেলে কর্মীর সংখ্যা ছিল ১৬,৫৪,৯৮৫। ২০১৯ এ তা ১২, ৪৮১০১। তবে কর্মী সংখ্যা কমে যাওয়ার ফলে পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়নি"। "আরআরসি এবং আরআরবি শূন্য পদে নিয়োগ করবে বলে জানিয়েছেন গোয়েল।
তবে লোকসভা নির্বাচনের আগেই সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, “২.২৫ থেকে ২.৫০ লক্ষ নতুন শূন্য পদ তৈরি হচ্ছে ভারতীয় রেলে। বাকি ১.৫০ লক্ষ পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে আগামী দু বছরের মধ্যে প্রায় ৪ লক্ষ শূন্য পদে নিয়োগ করবে কেন্দ্র।”
দু’বছরে দেশে প্রায় ৪ লক্ষ কর্মসংস্থানের হিসেব দিল কেন্দ্র
নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন করা হলে ভারতীয় রেল নিয়োগ পর্ষদের এক আধিকারিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের ১০ শতাংশ সংরক্ষণের আইন লাগু হবে রেলের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে।
“আগামী ফেব্রুয়ারিতে প্রথম দফার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। মে মাসে প্রকাশিত হতে পারে দ্বিতীয় দফার নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে ২০২১-এর মধ্যে,” জানিয়েছে রেল মন্ত্রক।
গত বছর রেল মন্ত্রক থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে ১.২ লক্ষ শূন্য পদে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রায় আড়াই কোটি আবেদন জমা পড়েছিল। চলতি বছরের আগস্টের মধ্যে দুটি গ্রুপের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
ভারতীয় রেলের লিখিত হিসাব বলছে এ, বি, সি এবং ডি বিভাগে মোট ২ লক্ষ ৯৮ হাজার ৫৭৪ টি শূন্যপদ তৈরি হয়েছে রেলে।
Read the full story in English