Advertisment

RBI officer grade B recruitment 2019: ১৯৯টি শূন্যপদে নিয়োগ, বেতন মাসে ৭৭ হাজার

অক্টোবরের ১১ তারিখ রেজিস্ট্রেশন এবং টাকা জমা দেওয়ার শেষ দিন। মোট ১৯৯টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
RBI, আরবিআই, rbi news, আরবিআইয়ের খবর, modi govt, মোদী সরকার, মোদি সরকার, central govt, কেন্দ্রীয় সরকার

আগামী বছরের গোড়ায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে

RBI officer grade B recruitment 2019: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসার গ্রেড বি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল আরবিআই। আগ্রহী প্রার্থীদের রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট rbi.org.in-এ গিয়ে আবেদন করতে বলা হচ্ছে। অক্টোবরের ১১ তারিখ রেজিস্ট্রেশন এবং টাকা জমা দেওয়ার শেষ দিন। মোট ১৯৯ টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরবিআই।

Advertisment

আরও চাকরির খবর পড়ুন এখানে

প্রার্থীদের মোট তিনটি ধাপে পরীক্ষা দিতে হবে। তিনটি পরীক্ষাই হবে অনলাইনে। প্রথম ধাপের পরীক্ষাটি হবে নভেম্বরের ৯ তারিখ, পরের ধাপের পরীক্ষাগুলি হবে ডিসেম্বর মাসে।

শূন্যপদের বিস্তারিত তথ্য:

publive-image

শিক্ষাগত যোগ্যতা:

সাধারণ পদের জন্য প্রার্থীদের স্নাতক স্তরে নূন্যতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে। ডিইপিআর এবং ডিএসআইএম পদের জন্য মাস্টার্স ডিগ্রি এবং ইকোনমিকস বিষয়টি থাকাও আবশ্যক এবং নূন্যতম ৫৫ শতাংশ নম্বর থাকাও প্রয়োজন।

বয়সক্রম:

প্রার্থীদের বয়স ২১ বছরের মধ্যে হতে হবে। বয়সের উর্ধ্বসীমা ৩০ বছর। তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় আছে।

কীভাবে আবেদন করবেন?

* রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট rbi.org.in-এ যান

* ওয়েবসাইটের পেজের নিচের দিকে opportunities@RBI তে ক্লিক করতে হবে

* এরপর একটি নতুন পেজ খুলে যাবে

* সেখানে ‘current vacancies’-এর মধ্যে ‘vacancies’ অপশনে যেতে হবে

* এরপর ‘recruitment of officer grade B’ লিঙ্কটিতে ক্লিক করুন

* সেখানের অনলাইন অ্যাপ্লিকেশন ক্লিক করুন এবং নিউ রেজিস্ট্রেশনে গিয়ে রেজিস্টার করুন

* এরপর নিজের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ ইন করুন

* ফর্মটি পূরণ করুন এবং নিজের ছবিও আপলোড করুন

* পেমেন্ট করে সমগ্র প্রক্রিয়া সম্পূর্ণ করুন

আবেদনের ফি:

প্রার্থীদের আবেদনের ফি বাবদ ৮৫০ টাকা দিতে হবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদনের ফি ১০০ টাকা।

বেতনক্রম:

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতনের বেসিক পে ৩৫,১৫০ টাকা। অন্যান্য ভাতা যোগ করে মাসিক বেতন হবে ৭৭,২০৮ টাকা।

Read the full story in English

Government Jobs
Advertisment