/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/google-reuters-7591.jpg)
গুগল যে একটি সার্চ ইঞ্জিন, এ কথা কারও অজানা নয়। আজকাল যাঁকে ছাড়া অন্ধকার দেখেন প্রায় প্রত্যেকেই। চলতে ফিরতে গুগল থেকে খুঁজে নেন বিভিন্ন হদিশ। তবে গুগলের নিজস্ব ওয়েবসাইটটি কখনও ঘেঁটে দেখেছেন কি? যা ব্যবহার করে আপনি হাজারও তথ্য পেয়ে থাকেন তার মধ্যেও রয়েছে বিভিন্ন তথ্যের সুলুক সন্ধান। এমনকি চাকরিরও মিলতে পারে এই নামজাদা সংস্থায়। জানুন বিস্তারিত।
গুগল হোম পেজে নিচের দিকে about যে অপশনটি কাছে সেটাতে ক্লিক করে চলে যান গুগলের নিজস্ব সাইটে। এই পেজের একেবারে নিচের দিকেই রয়েছে more about google এই লিঙ্কে মিলবে career অপশন। বা সরাসরি চলে যেতে পারেন https://careers.google.com/ সেখানে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সেলস সার্ভিস অ্যান্ড সাপোর্ট, মার্ক টিং অ্যান্ড কমিউনিকেশন, ডিজাইন, বিজনেজ স্ট্র্যাটেজি, লিগাল-এমন একাধিক বিভাগের কোন কোন পদে চাকরি আছে তার আপডেট রয়েছে। পাশাপাশি যোগ্যতা এবং অন্যান্য বিষয় সংক্রান্ত বিস্তারিত তথ্যও রয়েছে সেখানে। এবার আপনি নিজের লোকেশন এবং পছন্দসই পদ বেছে নিন। উল্লেখ্য ভারতে চারটি স্থানে গুগলের অফিস রয়েছে- মুম্বই, হায়দরাবাদ, গুরগাঁও ও বেঙ্গালুরুতে।
আরও পড়ুন: ৭০টি শূন্যপদে নিয়োগ করবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি
একই ভাবে চাকরির জন্য আবেদন করতে পারেন ফেসবুকেও। ফেসবুকের হোম পেজে গিয়ে একেবারে নিচের দিকেই রয়েছে Career অপশনটি। সেখানে গিয়ে রিজিওন অনুযায়ী আবেদন করুন। যেমন এশিয়া বাছাই করে দেখে নিতে পারেন ভারতে কোথায় চাকরি রয়েছে। এ খানেই প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, কাজের ধরন এ সব সংক্রান্ত সমস্ত বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে। যোগ্যতা অনুযায়ী পদ বেছে নিন সেখান থেকেই। apply বোতামে ক্লিক করে সিভি আপলোড করুন। এবং আবেদন পত্র ভর্তি। ব্যাস কাজ শেষ , এবার ফোন আসার অপেক্ষা।