প্রশিক্ষণ দিয়ে অবিবাহিত পুরুষদের গ্রুপ 'এক্স' (এডুকেশন ইনস্ট্রাক্টর ছাড়া), গ্রুপ ওয়াই ইন্ডিয়ান এয়ারফোর্স ট্রেডে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করা করা যাবে ২১ জানুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা: প্রতি ক্ষেত্রেই ইংরাজিতে ৫০ শতাংশ নম্বর থাকা জরুরি। যাঁরা গ্রুপ এক্সের জন্য যোগ্য তাঁরা গ্রুপ ওয়াই-এর জন্যও যোগ্য, তাই আবেদন করার সময়ে দুটি গ্রুপের জন্য অপশন দিতে পারবেন।
বয়স: ১৯ জানুয়ারি ১৯৯৯ থেকে ১ জানুয়ারি ২০০৩-এর মধ্যে জন্মতারিখ হতে হবে। চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত হলে যোগদানের সময় বয়স হবে ২১-এর মধ্যে।
আরও পড়ুন: Indian Air Force Recruitment 2018: উচ্চমাধ্যমিক পাশেই মিলবে ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরি
বেতন: প্রথমে ট্রেনিং-এর সময় মাসে ১৪,৬০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। পরে চাকরির শুরুতে গ্রুপ এক্স ট্রেডের মূল বেতন ৩৩,১০০ টাকা এবং গ্রুপ ওয়াই ট্রেডের ২৬,৯০০ টাকা। সরকারি এবং সামরিক অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধাও আছে। নিয়োগ হবে প্রাথমিকভাবে ২০ বছরের জন্য তবে শর্ত সাপেক্ষে তা বেড়ে ৫৭ বছর পর্যন্ত হতে পারে।
প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইনে ফেজ-ওয়ানের পরীক্ষায় মাধ্যমে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হবে পরীক্ষা হবে ১৪-১৭ মার্চ ২০১৯। বিস্তারিত সিলেবাস পাবেন নিচের ওয়েবসাইটের মূল বিজ্ঞপ্তিতে। ওই পরীক্ষার ১৫ দিন পর ওয়েবসাইটে ফল প্রকাশিত হবে এবং সফল প্রার্থীদের ফেজ-টুর পরীক্ষার জন্য নতুন অ্যাডমিট কার্ড আপলোড করা হবে। অ্যাডমিট কার্ড মেল করে পাঠানো হবে মার্চ নাগাদ। ফেজ টুর জন্য কী কী সঙ্গে নিয়ে যেতে হবে তাও জানতে পারবেন ওয়েবসাইটে।
শরীরের মাপজোক: এ সম্পর্কে বিস্তারিত জানতে লগ ইন করুন নীচের ওয়েবসাইটে।
ট্রেনিং: প্রথমে সব ট্রেডের জন্যই জয়েন্ট বেসিক ফেজ ট্রেনিং হবে কর্নাটকে, সফল হলে ট্রেড ভাগ করে সেইমতো আলাদা ট্রেনিং হবে। তারপর ট্রেড অনুযায়ী নিয়োগ করা হবে।
আবেদনের ফি: ২৫০ টাকা। ডেবিট, ক্রেডিট, অনলাইন ব্যাঙ্কিং, অ্যাক্সিস ব্যাঙ্কের চালান মারফত ফি জমা দিতে হবে। সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ছবি, প্রয়োজনীয় সার্টিফিকেট, মার্কশিট, আধার কার্ড, বুড়ো আঙুলের ছাপ, ইত্যাদি কোন কোন প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে তা জেনে নিন নীচের ওয়েবসাইট থেকে।
আবেদনের পদ্ধতি https://airmenselection.cdac.in/CASB/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে