Advertisment

দৈনিক ৫০০ টাকা পারিশ্রমিক, রাজ্যের স্বাস্থ্য দফতরে কাজের সুবর্ণ সুযোগ

এবার রাজ্যের স্বাস্থ্য দফতরে একাধিক পদে মিলছে কাজের সুযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
capf medical officers recruitment notification

পুলিশ বিভাগে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ।

এবার রাজ্য স্বাস্থ্য দফতরে কাজের সুযোগ। মাল্টি টাস্কিং স্টাফ পদে কাজের সুবর্ণ সুযোগ এনে দিয়েছে পশ্চিমবঙ্গ সরাকরে স্বাস্থ্য দফতর। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দাদের ভারতীয় নাগরিকত্ব থাকলেই এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও স্বাস্থ্য দফতরে আয়ুস এমও পদেও নিয়োগ করা হবে। কীভাবে বা কারা এই পদে চাকরির জন্য আবেদনের যোগ্য বিশদে জেনে নিন।

Advertisment

মাল্টি টাস্কিং স্টাফ পদে চাকরির জন্য স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করলেই চলবে। তবে কম্পিউটারের কাজ জানা থাকতে হবে। এই পদে চাকরির ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ক্ষেত্রে সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী ছাড় মিলবে। এই পদে চাকরির ক্ষেত্রে দৈনিক ৫০০ টাকা পারিশ্রমিক মিলবে। এক মাসে সবেচেয়ে বেশি ২০ দিন কাজের সুযোগ মিলতে পারে।

অন্যদিকে, আয়ুস এমও পদে চাকরির জন্য অবসরপ্রাপ্ত HMO/SAMO/UMO দের আয়ুস সম্পর্কে ধারণা থাকলে চলবে। ২০২৩-এর ১ জানুয়ারির হিসেবে প্রার্থীদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে।

কীভাবে আবেদন করবেন?

এই পদগুলিতে চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীরা নিচে দেওয়া লিংক ক্লিক করে বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন। ডাউনলোড করে নিতে পারেন আবেদনপত্রের ফরম্যাটও। এরপর ইন্টারভিউয়ের দিনটিও জেনে নিন। ডাউনলোড করা ফর্মটি পূরণ করে শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণ-সহ প্রয়োজনীয় সমস্ত তথ্যের শংসাপত্র নিয়ে নির্ধারিত জায়গায় পৌঁছে যান।

এই লিংকে ক্লিক করুন- https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/5359de73b8001769903dec56dad23811eca3c1a668776414d5c9b1f3df2d2065.pdf

ইন্টারভিউ হবে- Meeting Hall- 1, District Vaccine & Family Welfare Store, Office of the Chief Medical Officer of Health, NN Road, (Besides Circuit House), Cooch Behar. ইন্টারভিউটি হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। রিপোর্টিংয়ের সময় সকাল ১০ ঘটিকায়।

Government Jobs West Bengal jobs
Advertisment