Advertisment

রাজ্য বিদ্যুৎ পর্ষদের শূন্যপদে নিয়োগ, আবেদন করবেন কীভাবে

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে ৮১ জন অ্যাসিসট্যান্ট ম্যানেজার ও জুনিয়ার এগজিকিউটিভ নিয়োগ করা হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
jobs

NVS Recruitment 2019 Notification

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (WBSEDCL) ৮১ জন অ্যাসিসট্যান্ট ম্যানেজার ও জুনিয়ার এগজিকিউটিভ নিয়োগ করবে। জেনে নিন আগ্রহী প্রার্থীরা আবেদন করবেন কীভাবে।

Advertisment

শূন্যপদ: অ্যাসিসট্যান্ট ম্যানেজার (৪৭) ও জুনিয়ার এগজিকিউটিভের (৩৪) জন্য মোট ৮১টি আসন।

শিক্ষাগত যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআরঅ্যান্ডএ)-এর জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রির সঙ্গে পার্সোনাল ম্যানেজমেন্ট/এইচআর-এ স্পেশালাইজেশন সহ এমবিএ/ এইচআর-এ স্পেশালাইজেশন সহ পোস্টগ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা।

আরও পড়ুন: Canara Bank PO Recruitment 2018: ব্যাঙ্কে ৮০০টি শূন্যপদে চাকরির সুবর্ণ সুযোগ

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এফঅ্যান্ডডে)- এমবিএ, ফিনান্সে স্পেশালাইজেশন গ্রাজুয়েট, কস্ট অ্যাকাউন্টস অব ইন্ডিয়ার চূড়ান্ত পরীক্ষা পাশ।

জুনিয়র এগজিকিউটিভ(ফিনান্স)- গ্রাজুয়েট, কস্ট অ্যাকাউন্টস অব ইন্ডিয়ার চূড়ান্ত পরীক্ষা পাশ।
বিস্তারিত জানতে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

বেতন:  অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআরঅ্যান্ডএ, এফঅ্যান্ডডে)-র বেতন ১৫৬০০-৩৯১০০ টাকা, গ্রেড পে ৫৪০০ টাকা। জুনিয়র এগজিকিউটিভ (ফিনান্স) ৯৩০০-৩৪৮০০টাকা, গ্রেড পে ৪৭০০ টাকা।

বয়সসীমা: ১ জানুয়ারী ২০১৮ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ২৭-এর মধ্যে। সংরক্ষিত জাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীরা ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্ট ও পার্সোনাল ইন্টারভিউ-এর মাধ্যমে প্রার্থী বাছাই হবে।

আরও পড়ুন: UPSC CDS (I) 2019: কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজছেন? সুবর্ণ সুযোগ আপনার জন্য

আবেদন ফি:  প্রতিতি পদের ক্ষেত্রেই আবেদন ফি ৪০০টাকা। ব্যাঙ্ক চালান ডাউনলোড করে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যেকোনও শাখায় ফি জমা দেওয়া যাবে ২৬ নভেম্বর ২০১৮ পর্যন্ত।

আবেদনের পদ্ধতি: www.wbsedcl.in এই ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার ট্যাবে ক্লিক করলেই পাবে আবেদনের লিঙ্ক। আবেদন করা যাবে ২৬ নভেম্বর বেলা ২টো পর্যন্ত। বৈধ ইমেল আইডি বা মোবাইল নম্বর থাকতে হবে।

Government Jobs
Advertisment