একাধিক কর্মী নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড

ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ৩৯টি ফিজিসিস্ট কাম রেডিয়েশন সেফটি অফিসার পদে প্রার্থী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরির জন্য আবেদন করুন আজই।

ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ৩৯টি ফিজিসিস্ট কাম রেডিয়েশন সেফটি অফিসার পদে প্রার্থী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরির জন্য আবেদন করুন আজই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

একাধিক পদে চাকরির সুযোগ। বিস্তারিত দেখুন।

ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ৩৯টি ফিজিসিস্ট কাম রেডিয়েশন সেফটি অফিসার পদে প্রার্থী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরির জন্য আবেদন করতে পারেন আজই। আবেদনের আগে সমস্ত তথ্য পড়ে নিন।

Advertisment

শূন্যপদ: আসন সংখ্যা মোট ৩৯টি। এরমধ্যে অসংরক্ষিত আসন সংখ্যা ১৫টি। এসএসসিদের জন্য ১১টি, এসটি-র জন্য ৪টি, ওবিসির-এ র জন্য ৬টি, ওবিসির-বি এর জন্য ১টি, ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ২টি।

আরও পড়ুন; শুধু কয়েক ধাপ করলেই চাকরি গুগল বা ফেসবুকে

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত ইউনিভার্সিটি থেকেফিজিক্স বা ইলেরট্রনিক্স বা বায়োফিজিক্সে মাস্টার ডিগ্রি লাগবে। সঙ্গে রেডিওলজিকাল বা মেডিক্যাল ফিজিক্সে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি বা ডিপ্লোমা এবং ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার বা অ্যাটমিক নার্জি রেগুলেটরি বোর্ড থেকে রেডিয়েশন সেফটি অফিসার সার্টিফিকেট থাকতে হবে।

Advertisment

বয়সসীমা: ১ জানুয়ারী, ২০১৮ অনুযায়ী সর্বোচ্চ ৪৫ বছর। সংরক্ষিত শ্রেণির জন্য নিয়ম অনুযায়ী বয়সে ছাড় আছে।

বেতনক্রম: ৪০,৫০০টাকা (পে ব্যান্ড ৪ অনুযায়ী, সঙ্গে গ্রেড পে ৫,৪০০টাকা+অন্যান্য ভাতা)
আবেদন পদ্ধতি: ৫ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। শুধুমাত্র জেনারেল প্রার্থীদের ২১০ টাকা অনলাইনে আবেদন ফি দিতে হবে। চাকরি সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন সংস্থার ওয়েবসাইটে, ওয়েবসাইটটি হল http://www.wbhrb.in/

Government Jobs