ভারতীয় নৌবাহিনীতে চার বছরের ১০+২ (বিটেক) ক্যাডেট এন্ট্রি স্কিমে নিয়োগ করা হবে। নিচের যোগ্যতা অনুযায়ী অবিবাহিত পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। জেইই (মেইন) ২০১৮ (বিই/বিটেক) অল ইন্ডিয়া র্যাঙ্কের ভিত্তিতে তৈরি মেধাতালিকার মাধ্যমে সার্ভিসেস সিলেকশন বোর্ডের (এসএসবি) ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে। বাছাই প্রার্থীদের চার বছরের বিটেক কোর্স করিয়ে নেওয়া হবে। বিটেক ডিগ্রি দেবে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়।
শিক্ষাগত যোগ্যতা: ভারতের কাউন্সিল অব বোর্ডস অফ এডুকেশন (সিওবিএসই) স্বীকৃত কোনও বোর্ড থেকে সিনিয়র সেকেন্ডারি পাশ করতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথামেটিক্সে ৭০ শতাংশ করে নম্বর থাকতে হবে। দশম শ্রেণি বা দ্বাদশ শ্রেণিতে ইংরাজিতে অন্তত ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। সঙ্গে জেইই (মেইন) ২০১৮-তে বৈধ স্কোর।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশ করলেই করতে পারবেন রাজ্য সরকারের এই চাকরি
বয়সসীমা: সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে জন্মতারিখ হতে হবে ২ জানুয়ারি ২০০০ থেকে ১ জুলাই ২০০২ -এর মধ্যে।
শারীরিক মাপজোক: উচ্চতা হতে হবে ১৫৭ সেন্টিমিটার। কিছুক্ষেত্রে স্থানভেদে উচ্চতার ছাড় রয়েছে। বিস্তারিতত জানুন ওয়েবসাইট থেকে।
দৃষ্টিশক্তি: দূরের দৃষ্টি ৬/৬ হতে হবে। বর্ণান্ধতা এবং রাত কানা রোগ থাকলে আবেদন করবেন না। শরীরে কোনও স্থানে ট্যাটু থাকলেও সে বিষয়েও বিধিনিষেধ রয়েছে।
ট্রেনিং: প্রশিক্ষণ শুরু হবে ২০১৯-এর জুলাই থেকে। বই, থাকা খাওয়া, পোশাক-পরিচ্ছদ ফ্রি।
আবেদনের পদ্ধতি: www.joinindiannavy.gov.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বর থাকতে হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৯ নভেম্বর ২০১৮ পর্যন্ত।
বিস্তারিত জানতে যান www.joinindiannavy.gov.in/ ওয়েবসাইটে।