Advertisment

মাধ্যমিক পাশ করলেই মিলবে রিজার্ভ ব্যাঙ্কের এই চাকরির সুযোগ

স্নাতক ও উচ্চতর যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

author-image
IE Bangla Web Desk
New Update
jobs

NVS Recruitment 2019 Notification

ভারত জুড়ে ২৭০ জন সিকিউরিটি গার্ড নিয়োগ করবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আবেদন জমা করুন আজই।  অনলাইনে আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০১৮। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য রইল আপনার জন্য।

Advertisment

বয়সসীমা: ১ নভেম্বর, ২০১৮-তে প্রার্থীর বয়সের উর্ধ্বসীমা ২৫ বছর। ওবিসিদের ক্ষেত্রে ২৮ বছর ও তপসিলি জাতি/উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে ৩০ বছর।

শূন্যপদ: ২৭০টি।

আরও পড়ুন: ১৫০টি শূন্যপদ, ন্যাশনাল ইনশিওরেন্স কোম্পানি লিমিটেডে যোগাযোগ করুন আজই

যোগ্যতা: যে কোনও স্বীকৃত রাজ্য বোর্ড থেকে দশম শ্রেণী পাশ করতে হবে (এসএসসি/ ম্যাট্রিকুলেশন পাশ)। স্নাতক ও উচ্চতর যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। ১ নভেম্বর, ২০১৮-র মধ্যে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে। উল্লেখ্য, যে রাজ্যের জন্য আবেদন করা হচ্ছে, প্রার্থীকে সেই রাজ্যের বাসিন্দাই হতে হবে।

বেতন: শুরুতে বেসিক পে ১০,৯৪০টাকা। মূল বেতনক্রম ১০,৯৪০-২৩৭০০টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে লেখা পরীক্ষায় থাকবে টেস্ট অব রিজনিং, জেনারেল ইংলিশ, নিউমেরিক্যাল এবিলিটি। মোট ১০০ নম্বরে পরীক্ষায় ১০০টি প্রশ্ন দেওয়া হবে। সমসসীমা ১ ঘণ্টা ২০মিনিট। নেগেটিভ মার্কিং রয়েছে।

আরও পড়ুন: মুর্শিদাবাদ জেলা আদালতে ৫০টি পদে কর্মী নিয়োগ করা হবে

আবেদন ফি: কেবল ইন্টিমেশন চার্জ হিসাবে ৫০টাকা দিতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে ফি দেওয়া যাবে। ট্রানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিপ্ট পাওয়া যাবে। ই-রিসিটের প্রিন্টআউট নিয়ে রাখতে হবে।

আবেদনের পদ্ধতি: www.rbi.org.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনকারীদের বৈধ ই-মেইল এবং বৈধ ফোন নম্বর থাকতে হবে। অনলাইনে আবেদনের আগে ছবি এবং সই স্ক্যান করে রাখতে হবে। আবেদনের বিষয়ে বিস্তারিত জানতে ওপরে দেওয়া ওয়েবসাইট ভিজিট করুন।

চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন

Government Jobs
Advertisment