RITES Released Job Notification for Graduate Engineer Trainees Post:
রেলমন্ত্রক থেকে ইঞ্জিনিয়র স্নাতকদের জন্য ট্রেনি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গেট- ২০১৮ এবং ২০১৯ এর স্কোরের মাধ্যমে প্রার্থী বাছাই হবে। মোট ৪০ টি শূন্যপদের জন্য আবেদন করা হবে। rites.com ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
১৯ মার্চ অনলাইন আবেদন পদ্ধতি শুরু হবে। চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। গেট স্কোরের ভিত্তিতে প্রার্থী বাছাই হবে। বাছাই প্রার্থীদের পার্সোনাল ইন্টারভিউ এবং এবং ডকুমেন্ট যাচাইয়ের জন্য ডাকা হবে। গেট স্কোরের ওপর ৭৫ শতাংশ নম্বর রয়েছে।
শূন্যপদের বিস্তারিত তথ্য
প্রয়োজনীয় ডকুমেন্ট
পাসপোর্ট সাইজ দুটো রঙিন ছবি
বয়সের শংসাপত্র
শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র
সংরক্ষণের শংসাপত্র
পরিচয়ের প্রমাণ
প্যান কার্ডগেট স্কোরের প্রমাণ
শিক্ষাগত যোগ্যতা
বি টেক অথবা বিএসসি পাশ করে ২০১৮ অথবা ২০১৯ এর গেটস্কোর থাকলেই হবে।
বয়সসীমা
পয়লা মার্চ ২০১৯-এ প্রার্থীর বয়স থাকতে হবে ২১ থেকে ৩০-এর মধ্যে
বেতনক্রম
প্রার্থীর মাসিক বেতন হবে ৪০হাজার থেকে ১ লক্ষ ৪০ হাজারের মধ্যে
Read the full story in English